দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সুপার সানডে ডবল হেডারের প্রথম পর্বে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল চেন্নাই এবং পাঞ্জাবের মধ্যে। প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
চেন্নাইয়ের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হলেও আজ পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাব। শেষ পর্যন্ত দীপক হুডার অপরাজিত ৬২ রানের মারমুখী ইনিংসের দৌলতে ১৫৩ রানের সম্মানজনক স্কোরে পৌঁছালেও আবুধাবির এই পিচে গত কয়েকটি ম্যাচের নিরিখে রান মোটেই যথেষ্ট ছিল না।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারমুখী শুরু করে চেন্নাই। ঋতুরাজ এবং ডুপ্লেসির উক্ত জুটির সামনে আজ রান খরচ আটকাতে পারেনি পাঞ্জাব বোলিং ইউনিট। বিশেষত লেগস্পিনারকে সামনে পেয়েই আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন ডুপ্লেসি। রবি বিশনোইয়ের বলে পরপর একটি বাউন্ডারি ও একটি দুরন্ত ওভার বাউন্ডারি তুলে নেন তিনি।
কিন্তু দশম ওভারে ক্রিস জর্ডানের বলে মাত্র ৩৪ বলে দুটি ছয় ও চারটি অসাধারন চার দিয়ে সাজানো ৪৮ রানের ইনিংস খেলে আউট হন ডুপ্লেসি।তবে উইকেট পতন হলেও রানের গতিতে আজ কোন মন্থরতা আসতে দেয়নি ঋতুরাজ গায়কোয়াড় এবং আম্বাতি রাইডু। একটি জীবনদান পেলেও আজ এক প্রান্ত ধরে রেখে যথেষ্ট ভালো ব্যাটিং উপহার দেন তরুণ ঋতুরাজ।মাত্র ৩৯ বলে পাঁচটি চার ও একটি ছয় দিয়ে সাজানো গুরুত্বপূর্ণ অর্ধশতক পূর্ন করেন তিনি। অন্যপ্রান্তে যথাযথ সঙ্গ দেন রাইডুও।
ফলে ম্যাচ থেকে ক্রমাগত দূরে সরে যেতে থাকে কিংস ইলেভেন পাঞ্জাব। শেষ পর্যন্ত ঋতুরাজের অপরাজিত ৬২ রান ও রাইডুর ৩০ রানের যথাযোগ্য ক্যামিওর দৌলতে কঠিন ম্যাচে সহজ জয় তুলে নেয় চেন্নাই। এই হারের ফলে এবারের মত আইপিএল সফর শেষ হয়ে গেল কিংস ইলেভেন পাঞ্জাবের।