দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ সুপার সানডের ডাবল হেডারের দ্বিতীয় পর্বে মুখোমুখি হয়েছিল রাজস্থান এবং কলকাতা। টসে জিতে এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ।
স্মিথের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে আজ শুরুটা মোটেই সহজ ছিল না কলকাতার জন্য।প্রথম ওভারেই আর্চারের বলে ফিরে যান গতম্যাচের নায়ক নীতিশ রানা। কিন্ত ভালো শুরু করেন গিল এবং ত্রিপাঠী।আজ শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন শুভমান। কিন্তু ইনিংস বড় করার আগেই ২৪ বলে ছটি চার দিয়ে সাজানো বিধ্বংসী ৩৬ রান করে ফিরে যান তিনি। ভালো সঙ্গ দিলেও আজ ৩৯ রানে গোপালের বলে শেষ হয়ে যায় রাহুলের ইনিংস। গিল, নারিন এবং কার্তিককে ফিরিয়ে আজ তিন উইকেট তুলে নেন তেওয়াটিয়া।
তবে হাল ধরেন অধিনায়ক মর্গ্যান এবং রাসেল। ১১ বলে ২৫ রান করে তিয়াগীর বলে রাসেলের ক্যামিও শেষ হলেও মর্গ্যান ছিলেন স্বকীয় ভঙ্গিমায়। আজ আর্চার, তেওয়াটিয়া, তিয়াগী কেউই রেহাই পাননি তার হাত থেকে। মাত্র ৩৫ বলে ছটি ছয় ও পাঁচটি চারের দুর্দান্ত ৬৮ রানের ইনিংস উপহার দেন তিনি।
মূলত তার এই দুর্দান্ত ইনিংসের দৌলতেই রাজস্থানের সামনে ১৯২ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে কেকেআর।