25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    দিল্লি নাকি ব্যাঙ্গালোর কাদের প্রতীক্ষার হবে অবসান?

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃকালকের ম্যাচে পাঞ্জাবের হারের পর প্লে অফসের সমীকরণ কিছুটা সহজ হলেও আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে নিয়ে শেষ চারে নিজেদের স্থান নিশ্চিত করতে চাইবে দিল্লি এবং ব্যাঙ্গালোর। কারণ আজকের ম্যাচে যে দল হারবে তাদের নির্ভর করে থাকতে হবে শেষ ম্যাচটির ওপর।পিছন থেকে তাড়া করছে কেকেআর এবং হায়দ্রাবাদ।

    ব্যাঙ্গালোরের ক্ষেত্রে দেখতে হলে আজকের ম্যাচে ভালো প্রদর্শন করা অত্যন্ত জরুরি সুপার ভি এবং এবি ডি ভিলিয়ার্সের। দেবদত্ত গত ম্যাচে প্রদর্শন না করতে পারলেও আজ তার ভাল ফর্মের দিকে তাকিয়ে থাকবে ব্যাঙ্গালোর। কারণ তারা অবশ্যই চাইবে টপ অর্ডার থেকে বড় রান চাপ কমান কোহলি এবং ডিভিলিয়ার্সের উপর। তবে সঙ্গী অবশ্যই পারফর্ম করতে হবে ফিলিপি এবং ওয়াশিংটনকেও।

    বোলিংয়ের ক্ষেত্রে ক্রিস মরিস গত ম্যাচে তেমন ভালো প্রদর্শন না করতে পারলেও তেমন চিন্তার অবকাশ নেই। তবে অবশ্যই সঙ্গ দিতে হবে দেশীয় সাইনি, সিরাজ এবং বিদেশি উদানাকে। দিল্লির ব্যাটিং অর্ডারকে কম রানে আটকাতে হলে চাহালের উপর আজ থাকবে গুরুদায়িত্ব।

    অপরপক্ষে দিল্লির দিক থেকে দেখতে হলে অবশ্যই বড় রান খাড়া করতে হবে ওপেনার শিখর ধাওয়ানকে। তবে শুধু শিখরের উপর ভরসা করে ব্যাঙ্গালোর জয় করতে গেলে ভুগতে হবে দিল্লিকে।পারফর্ম করা দরকার মার্কাস স্টয়নিস, সিমরান হেটমায়ার, পৃথ্বী শ, অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং রিষভ পান্থেরও।অন্তত দুজন বড় ব্যাটসম্যান বিধ্বংসী ইনিংস না খেলতে পারলে ব্যাঙ্গালোরের মতো শক্তিশালী ব্যাটিং প্রতিপক্ষের সামনে দাঁড়াতে যথেষ্ট অসুবিধা হবে দিল্লির।

    বোলিংয়ের ক্ষেত্রে গত দুই ম্যাচে তেমন ভাল পারফর্ম করতে পারেননি রবীচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, অনরিখ নকিয়া এবং কগিসো রাবাডারা।তাই আজ দিল্লি অবশ্যই চাইবে টপ ফর্মে থাকুন তাদের বোলিং ইউনিট।

    তবে যে কোনোভাবেই আজকের মোকাবিলা যে অত্যন্ত নির্ণায়ক হতে চলেছে এ নিয়ে কোন সন্দেহ নেই।

    দিল্লি ক্যাপিটালস (সম্ভাব্য দল) : শিখর ধাওয়ান, পৃথ্বী শ/অজিঙ্কা রাহানে , শ্রেয়াস আইয়ার(অধিনায়ক),সিমরান হেটমায়ার/অ্যালেক্স ক্যারি,রিষভ পান্থ(উইকেট কিপার),মার্কাস স্টয়নিস, রবিচন্দন অশ্বিন, আক্সার প্যাটেল ,কাগিসো রাবাডা, অনরিখ নকিয়া,তুষার দেশপান্ডে।

    রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সম্ভাব্য দল): দেবদত্ত পাডিকাল , জসুয়া ফিলিপি(উইকেট কিপার),বিরাট কোহলি (অধিনায়ক), এ.বি ডিভিলিয়ার্স,ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে,ডেল স্টেন/মঈন আলি, উমেশ যাদব,ক্রিস মরিস ,মহম্মদ সিরাজ,যুবেন্দ্র চাহাল।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...