দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃপ্রশ্ন উঠেছে তার দক্ষতা নিয়ে, চলে গেছে অধিনায়কত্বও। কিন্তু মাঠে নিজের যোগদান রাতে একটুও কসুর করেননি তিনি। ব্যাট হাতে যখন যেটুকু পেরেছেন উজার তো করে দিয়েছেনই, কাল উইকেট কিপিং গ্লাভস হাতেও কামাল করলেন দীনেশ কার্তিক। পাখির মতো নিজের শরীর ছুঁড়ে দিয়ে বাঁ হাতে দস্তানাবন্দি করলেন স্টোকসের ক্যাচ।
ব্যাট হাতে এই মরশুম তেমন ভালো না গেলেও একটি ম্যাচে প্রয়োজনীয় অর্ধশতক করে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি।কাল কেকেআরের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন দীনেশ কার্তিক। গত দুই ম্যাচে দুরন্ত ফর্মে ছিলেন বেন স্টোকস। রাজস্থান জয়ের পথে মূল বাধা ছিলেন এই ব্রিটিশ তারকাই। তাই প্যাট কামিন্সের বলে মিস টাইমিং হওয়া শট যখন উইকেট কিপারের ছুটে যায় ভগবানের কাছে প্রার্থনা শুরু করেছিলেন অনেক কেকেআর সমর্থকই। তবে উইকেটের পিছনে আজ কোনো ভুল করেননি দীনেশ। শুধু এই একটি ক্যাচ নয়, বরুণ চক্রবর্তীর বলে রাহুল তেওয়াটিয়া দুরন্ত ক্যাচ তালুবন্দি করে মাহির সর্বকালের রেকর্ড কেউ আজ পিছনে ফেলে দেন তিনি।
আজকের এই ক্যাচের সাথে সাথেই এখনো পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশি ক্যাচের মালিক হলেন কার্তিক। এর আগে তালিকার প্রথম স্থানে ছিল ছিল মহেন্দ্র সিংহ ধোনির ১০৯ ক্যাচের রেকর্ড। কাল সেই রেকর্ড চূর্ণ করে নতুন রেকর্ড করেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক কার্তিক।
তবে স্টোকসের ক্যাচের প্রশংসা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। অনেকেই ফিরে যাচ্ছেন পুরনো স্মৃতিতে, মনে করছেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিরুদ্ধে নেওয়া দীনেশ কার্তিকের ক্যাচটির কথা।
দেখুন ভিডিওঃ