দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃকরোনা জয় করেছিলেন আগেই, এবার মাঠে ফিরে সকলের মন জয় করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নেমে জোড়া গোল করে জুভেন্টাসকে জয় এনে দেন তিনি।কোভিডের কারনে মাঠ থেকে দূরে থাকলেও নিজের স্বকীয়তা হারাননি সি আর সেভেন।
মূলত তার জোড়া গোলের সৌজন্যেই ৪-১ গোলের বড় ব্যাবধানে স্পেজিয়াকে হারাল জুভেন্টাস। এদিন ৫৬ মিনিটের মাথায় পাওলো ডিবালার পরিবর্তে মাঠে নামানো হয় সি আর সেভেনকে। স্কোরলাইন তখনও ১-১। নেমেই তিন মিনিটের মাথায় নিজের প্রথম গোল্টি করেন রোনাল্ডো।
খেলা শেষের ১৫ মিনিট আগে পেনাল্টি থেকে স্পেজিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেন সি আর সেভেন। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে ম্যাচের ছবি পোস্টও করেন তিনি। দলকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন “জোড়া গোল করে দলকে সাহায্য করতে পেরে আমি খুশি।”
https://m.facebook.com/story.php?story_fbid=10158872139347164&id=81221197163&sfnsn=wiwspmo