দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ডেনমার্ক ওপেন থেকে সরে দাঁড়িয়ে ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু জানিয়েছিলেন “ডেনমার্ক ওপেন ছিল চূড়ান্ত আমি রিটায়ার করছি।”ফলতো জল্পনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী ব্যাডমিন্টন আইকন সরে দাঁড়ালে হইচই তো হবেই।
পরিস্থিতি বুঝে তাই আবার বার্তা দিতে হলো সিন্ধুকে, ভারতব্যাপী সমস্ত অনুরাগীদের তিনি জানান, “এই করোনা পরিস্থিতিতে আমি নিয়মিত লড়াই করে চলেছি। কিছুদিনের জন্য তাই আমার অনুভূতি গুলোকে স্বচ্ছ রাখতে চাই। তাইতো লিখেছি আমার কাজ শেষ। মহামারী আমার চোখ খুলে দিয়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে আমাকে আরো কঠিন পরিশ্রম করতে হবে। আমি আগেও তা করেছি ভবিষ্যতেও করব। তবে এই অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে কি করে লড়ব যা সারা বিশ্বকে গ্রাস করছে? “
এদিন আরো যোগ করে সিন্ধু বলেন, “আজ আমি অস্থির সময়ে থেকে সরে দাঁড়াচ্ছি। এই নেতিবাচকতা থেকে অবসর নিচ্ছি। আমাদের স্বাস্থ্যসচেতনতার যে নিম্নমান এবং ভাইরাসের প্রতি মনোযোগীতার অভাব তার থেকে অবসর নিচ্ছি।”
কিন্তু খেলা থেকে এখনই সরে দাঁড়াচ্ছেন না সিন্ধু। ডেনমার্ক ওপেন খেলা না হলেও এশিয়া ওপেনে আবার স্বমহিমায় দেখা যাবে তাকে। স্বাস্থ্যসচেতনতার কথা ভেবেই কয়েক মাস আগে ডেনমার্ক ওপেন থেকে নিজের নাম তুলে নেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। করণা আবহে কোন অতিরিক্ত সুযোগ-সুবিধা দেবেনা কর্তৃপক্ষ, এ কথা শোনার পরেই নিজের নাম তুলে নেন তিনি।