দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলে গ্রুপ লীগের শেষ গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজেস হায়দ্রাবাদ। আজকের এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে কলকাতাও। কারণ কালকের ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস দুই দলই পৌঁছে গেছে শেষ চারে। ফলতো আজকের ম্যাচে কেকেআরকে নির্ভর করে থাকতে হবে হায়দ্রাবাদের হারের উপর। অন্যদিকে নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে পারে হায়দ্রাবাদ।
হায়দ্রাবাদের ক্ষেত্রে মুম্বাইয়ের শক্তিশালী অ্যাটাকের সামনে জয় তুলে নিতে হলে, আজ নিজেদের সর্বোত্তম পারফরম্যান্স মাঠে রেখে আসতে হবে। বড় রানে ফিরতে হবে ডেভিড ওয়ার্নার ঋদ্ধিমান সাহা জুটিকে। মধ্য পর্বে উইলিয়ামসন এবং মনীশ পান্ডেকেও দ্রুত রান তোলার দিকে মনোযোগ দিতে হবে। তাদের জন্য ভালো খবর অবশ্যই ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার। গত ম্যাচে যেভাবে তিনি একের পর এক স্ট্রাইক করেছেন, আজকেও তার কাছ থেকে তেমনি কিছু আশা করবে হায়দ্রাবাদ।
বোলিংয়ের ক্ষেত্রে অবশ্যই রশিদ খানের উপর আজ থাকবে গুরুদায়িত্ব। সেক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করতে হবে টি নটরাজন,জেসন হোল্ডারদের। মুম্বাইয়ের শক্তিশালী ব্যাটিংয়ের বিরুদ্ধে আজ কি রণনীতি ব্যবহার করেন ডেভিড ওয়ার্নার সেটাই এখন দেখার।
অন্যপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে আজকের লড়াই মূল পর্বে পৌঁছানোর আগে নিজেদের মনোবল তুঙ্গে রাখার। আজকের ম্যাচেও জয়ের অভ্যাস ছাড়তে চাইবে না তারা। তাছাড়া সূত্রের খবর অনুযায়ী হয়তো আজ মাঠে ফিরতে পারেন রোহিত শর্মা। সেক্ষেত্রে কুইন্টন ডি কক এবং বুমরাহকে হয়তো আজকের ম্যাচে বিশ্রাম দিতে পারে মুম্বাই। তাদের জায়গায় দলে আসতে পারেন ক্রিস লিন এবং ধবল কুলকার্নি। তবে ব্যাটিং লাইনআপ নিয়ে তেমন একটা চিন্তার অবকাশ নেই মুম্বাইয়ের।
বোলিংয়ের ক্ষেত্রে বুমরাহের না থাকা কিছুটা ফারাক তৈরি করবে ঠিকই কিন্তু সুযোগ পেলে নিজেকে প্রমাণ অবশ্যই করতে চাইবেন কুলকার্নি। সুতরাং লড়াই যে মোটেই সহজ হবে না এ নিয়ে কোন সন্দেহ নেই।
মুম্বাই ইন্ডিয়ান্স (সম্ভাব্য দল) :ঈশান কিশান(উইকেট কিপার) ,কুইন্টন ডি কক/ক্রিস লিন ,সূর্য কুমার যাদব, সৌরভ তিওয়ারি/রোহিত শর্মা , হার্দিক পান্ডে,ক্রুণাল পান্ডে, কিরণ পোলার্ড(অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ন্যথন কুন্টারনাইল/জেমস প্যাটিনসন,রহুল চাহার, যশপ্রীত বুমরাহ/ধবল কুলকার্নি।
সানরাইজেস হায়দ্রাবাদ(সম্ভাব্য দল): ঋদ্ধিমান সাহা /জনি বেয়ারস্টো (উইকেট কিপার),ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ক্যেন উইলিয়ামসন/জেসন হোল্ডার/মহম্মদ নাবি ,মনিশ পান্ডে, প্রিয়ম গর্গ,আব্দুল সামাদ, অভিষেক শর্মা, রাশিদ খান, টি. নটরাজন,বাসিল থাম্পি/খলিল আহমেদ /সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা।