দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএলের ময়দানে কয়েকদিন বাদেই লড়াইয়ে নামবে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তার আগে নানান ছোটখাটো সমস্যায় বিতর্ক লেগেই আছে দুই দলের অন্দরে। কয়েকদিন আগেই সৌরভ গাঙ্গুলীর একটি বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন বাগান সমর্থকরা। বিশেষত বিজ্ঞাপনের একটি অংশে দেখানো হয় এটিকে এবং মোহনবাগানের জার্সি একসাথে ওয়াশিং মেশিনে দেবার পর বেরিয়ে আসে এটিকে মোহনবাগানের জার্সি। সেই নিয়ে বাগান সমর্থকদের মধ্যে ক্ষোভের অন্ত ছিল না।
এছাড়া এটিকে তিনবার আইএসএল জেতায় জার্সিতে তিনটি স্টার লাগানোর কারনেও ক্ষোভের সঞ্চার হয়েছিল সমর্থকদের মধ্যে। শেষ পর্যন্ত দেবাশীষ দত্ত এবং সৃঞ্জয় বোসের প্রচেষ্টায় বিজ্ঞাপনের বিতর্কিত অংশ এবং জার্সি থেকে তিনটি স্টার সরানোর সিদ্ধান্ত সামনে এসেছে।
একদিকে যখন মোহনবাগান নিয়ে বিতর্ক কিছুটা স্তিমিত হয়েছে, তখনই অন্যদিকে এসসি ইস্টবেঙ্গলের জার্সি নিয়েও ক্ষোভ দেখা দিল ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। ২০১৪ সাল থেকে ইস্টবেঙ্গলের কীট স্পনসর রয়েছে। প্রথমে শিব নরেশ এবং পরে পার্ফ নামে একটি সংস্থার সঙ্গে কীট সংক্রান্ত চুক্তি করেছিল ইস্টবেঙ্গল। যদিও পরে পাকাপাকি চুক্তি হয় কাইজেন নামক একটি সংস্থার সঙ্গে। কিন্তু শ্রী সিমেন্ট আসার পর নয়া স্পনসর পেয়েছে ক্লাব। ২০২০-২১ মরশুমের ইস্টবেঙ্গলের কীট স্পন্সর করবে টিওয়াইকেএ নাম একটি সংস্থা। সেই মতই আইএসএল এর জন্য নিজেদের হোম, অ্যাওয়ে এবং প্র্যাকটিসের জার্সি এদিন সামনে আনে ইস্টবেঙ্গল।
হোম জার্সি রং লাল হলুদ এবং তাতে রয়েছে মশালের প্রতীক। তবে অ্যাওয়ে জার্সিটি নীল-সাদা, লাল-হলুদের কোন চিহ্নই নেই সেখানে। এর প্রতীক ইলিশ। এই জার্সির দেখেই ক্ষোভের সঞ্চার ঘটেছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। হোমজার্সিতে খুশি হলেও তাদের অনেকেরই মত আবে জার্সিতে লোগো ছাড়া লাল-হলুদের কোন চিহ্ন নেই। অবশ্য ইস্টবেঙ্গলের তৃতীয় জার্সিতে আসল রঙের আভাস রয়েছে। এর প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার। মূলত প্র্যাকটিস এবং কোন ম্যাচে বিপক্ষের জার্সির সাথে নিজেদের জার্সির রং মিলে গেলে এই জার্সি পড়ে খেলবেন খেলোয়াড়রা।
তবে দুই ক্লাবকে ঘিরেই জার্সি বিতর্কে আলোড়ন এখন তুঙ্গে। মোহনবাগান নিজেদের সিদ্ধান্ত নিলেও ইস্টবেঙ্গল নিজেদের সমর্থকদের মন রাখতে কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।