দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মরশুম শেষ হবার সাথে সাথেই সতীর্থদের জানিয়ে দিয়েছিলেন আর মাঠে নামবেন না তিনি।চেন্নাইয়ের হলুদ জার্সি গায়ে এটাই তার শেষ লড়াই। এবার টুইট করে আনুষ্ঠানিক অবসর ঘোষণা করলেন শেন ওয়াটসন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন অনেকদিন আগেই, এবার সমস্ত ধরনের টি-টোয়েন্টি লিগের থেকেও অবসর ঘোষণা করলেন তিনি।
আইপিএলের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে একইসাথে শতরান এবং হ্যাটট্রিকের মালিক ছিলেন তিনি। আইপিএলে মোট ১৪৫ টি ম্যাচ খেলে চারটি সেঞ্চুরি এবং একুশটি হাফসেঞ্চুরির সাহায্যে মোট ৩৮৭৪ রান করেছেন এই অজি তারকা।এরই সাথে তুলে নিয়েছেন ৯২ টি উইকেটও।
আর চেন্নাইয়ের জন্য এই ক্রিকেটারের অবদান যে কি তা আর নতুন করে মনে করিয়ে দিতে হয় না। আইপিএলের ফাইনালে শতরান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলে নিয়ে বহু ম্যাচ তিনি একা হাতেই জিতিয়ে দিয়েছেন মাহিকে।
এবারের আইপিএল মরশুম খুব একটা ভালো না গেলেও পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম বড় জয়ে ওয়াটসনের অবদান ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। মাসে তার লড়াকু মানসিকতাকে অবশ্যই মিস করবে চেন্নাই ভক্তরা।