দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মার খেলা নিয়ে জল্পনা তৈরি হয়েছে আগেই।বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএলে গত বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি রোহিত। সেই কারণেই অস্ট্রেলিয়া সফরে তাকে টিমে রাখেননি নির্বাচক দল। অবশ্য এই নিয়ে ধোঁয়াশা সূত্রপাত হয় যখন হঠাৎই দেখা যায় নেটে অনুশীলন করছেন রোহিত শর্মা।
অনেকে এমনও বলেন নির্বাচকরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মাকে নিয়ে। যদিও মুম্বাই ইন্ডিয়ান্স তরফে বা রোহিত শর্মার নিজস্ব কোন মন্তব্য এ বিষয়ে পাওয়া যায়নি। কিন্তু মনে ক্রিকেট বিশ্লেষকই মনে করেছেন রোহিতের ছোট তেমন গুরুতর হলে হয়তোবা নেটে নামতে পারতেন না তিনি। এ বিষয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয় মুম্বাই অধিনায়ক কিরণ পোলার্ড। ধারাভাষ্যকার হর্ষ ভোগলের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রোহিত সুস্থতার পথে সামনের দিনে হয়তো আমরা তাকে মাঠে দেখব। “
ফলে আরো বেড়ে যায় নির্বাচকদের পক্ষপাতিত্বের অভিযোগ। এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। এতদিনে বিষয়ে মন্তব্য না করলেও এবার বোর্ড সভাপতি বলেন, ‘আমরা চাইছি রোহিত অস্ট্রেলিয়া সফরের আগেই ফিট হয়ে উঠুক। যদি কোনও পর্যায়ে ও ফিট হয়ে ওঠে, তবে আমি নিশ্চিত নির্বাচকরা নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’
রোহিতের পাশাপাশি ইশান্ত শর্মাকে নিয়েও নিজের মতামত স্পষ্ট জানান সৌরভ। তিনি বলেন, ‘ইশান্ত ও রোহিতের দিকে আমরা নজর রাখছি। ইশান্ত পুরোপুরি ছিটকে যায়নি। ও টেস্ট সিরিজে অংশ নিতে পারে।’