দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলের মরিয়া লড়াইয়ে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজেস হায়দ্রাবাদ। টসে জিতে এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
আজ মুম্বাইয়ের জন্য সবচেয়ে বড় খবর হলো ক্রিজে ফিরেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু আজ দীর্ঘক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি। সন্দীপ শর্মার বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৪ রানে সাজঘরে ফিরতে হয় তাকে। আক্রমনাত্মক শুরু করলেও আজ বড় ইনিংস খেলতে পারেননি কুইন্টন ডি ককও। মাত্র ১৩ বলে দুটি চার ও দুটি ছয় দিয়ে সাজানো বিধ্বংসী ২৫ রানের ইনিংস খেলে সন্দীপ শর্মার বল ড্র্যাগ করে স্ট্যাম্পে টেনে আনেন তিনি।
বলতো শারজার পিচে বড় স্কোর খাড়া করার গুরুদায়িত্ব এসে পড়ে সূর্য কুমার যাদব এবং ঈশান কিশানের কাঁধে। ধারাবাহিকতা বজায় রেখে আজও ভালো শুরু করেন সূর্য কুমার। যদিও সপ্তম ওভারে নটরাজনের বলে সোজা ক্যাচ দিয়েও বড় জীবনদান পান তিনি। কিন্তু আজ তার ফায়দা তুলতে পারেননি সূর্যকুমার। শাহবাজ নাদিমের বলে ঋদ্ধিমান সাহার দুরন্ত স্টাম্পিংয়ে ২৯ বলে পাঁচটি চড় দিয়ে সাজানো ৩৬ রানের ইনিংস খেলে যেতে হয় তাকে। বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রুণাল পান্ডিয়াও। একই ওভারে খাতা খোলার আগেই ফিরে যেতে হয় তাকে। পরের ওভারে দুরন্ত গুগলিতে সৌরভ তিওয়ারীকেও দ্রুত ফিরিয়ে দেন রাশিদ খান।
দ্রুত অর্ধেক দলকে হারানোর ফলে ম্যাচের অভিমুখ আবার বদলে যায় হায়দ্রাবাদের পক্ষে এবং মুম্বাইয়ের তরী তীরে ফেরানোর সমস্ত দায়িত্ব এসে পড়ে কিরণ পোলার্ড এবং ঈশান কিশানের উপর। রানের চাপে দায়িত্বহীন শট খেলে ক্যাচ তুলেও আজ রাশিদ খানের হাত থেকে বেঁচে যান ঈশান। কিন্তু আজ তেমন মেজাজে ছিলেননা তিনি। শেষ পর্যন্ত ৩০ বলে ৩৩ রান করে সন্দীপ শর্মার তৃতীয় শিকারে পরিণত হন তিনি। ফলে আরো চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।
প্রথমে একটু সময় নিলেও নটরাজনের বলে নিজের আসল রং দেখাতে শুরু করেন পোলার্ড। এখন মুম্বাইকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেওয়ার পুরোটাই নির্ভর করছিল তার হাতে। কিন্তু অন্য প্রান্তে আজ তার সঙ্গ দিতে পারেননি কুন্টারনাইলও।কিন্তু আশা ছাড়েননি পোলার্ড, ১৯ তম ওভারে নটরাজনের বলে পরপর তিনটি ছয় তুলে নেন তিনি। শেষ ওভারে জেসন হোল্ডারের বলে একটি ছয় তুলে নিলেও পরের বলেই বোল্ড হয়ে ফিরে যেতে হয় তাকে।
শেষপর্যন্ত পোলার্ডের ২৫ বলে ৪১ রানের ইনিংসের দৌলতেই নির্ধারিত কুড়ি ওভারে ১৪৯ রানের সম্মানজনক স্কোরে পৌঁছায় মুম্বাই। যদিও এই রান শারজায় ডিফেন্ড করা মোটেও সহজ হবে না মুম্বাইয়ের পক্ষে মনে রাখতে হবে আজ দলে নেই বোল্ট এবং বুমরাহ।