দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সোমবারই খবর এসেছিল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মন্দো মারাদনা। এবার এই ফুটবল তারকা শারীরিক পরিস্থিতি সম্পর্কে আরো খানিকটা বিস্তারিত তথ্য এল সংবাদমাধ্যমে। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে মারাদোনার। তাই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিকিৎসকদের তরফ থেকে।
মঙ্গলবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে মারাদোনার ব্যক্তিগত ডাক্তার লিওপল্ডো লুকে জানান,”উনি একজন বয়স্ক রোগী যার ওপরে অনেকটা চাপ রয়েছে। এমন একটা সময় এসেছে যখন আমাদের ওকে সাহায্য করতে হবে। মারাদনা হওয়া মোটেই সহজ কথা নয়। মূলত উনার জীবনযাত্রার জন্যই এই সমস্যায় পড়েছেন তিনি। তবে এটা একটা রুটিন অপারেশন। মোটের ওপর ওনার অবস্থা স্থিতিশীল।”
সোমবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৬০ বছর বয়সী মারাদোনাকে। সিটি স্ক্যান করার পর জানা যায় মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে তার। কোন কারনে মস্তিষ্কে চোট পেয়েছিলেন তিনি এমনটাই অভিমত চিকিৎসকদের।