দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং ভারত অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে নোটিশ জারি করল মাদ্রাজ হাইকোর্ট। অনলাইন স্পোর্টস ফ্যান্টাসি অ্যাপের প্রচারের কারণেই তাদের বিরুদ্ধে এই নোটিশ জারি করেছে মাদুরাই বেঞ্চ। বিচারপতি এন কিরুবকরণ এবং বি পুগলানিধির তরফে এই দুজন ক্রিকেট তারকার কাছে জবাব চাওয়া হয়েছে ১৯ নভেম্বরের মধ্যে।
সূত্রের খবর অনুযায়ী মোহাম্মদ রিজভী নামে এক আইনজীবী অভিযোগ করে আদালতে মামলা দায়ের করেন। তার অভিযোগ অনুযায়ী, রাজ্যের বেশ কিছু যুবক এই অ্যাপে অর্থ হারিয়ে আত্মহত্যার সম্মুখীন হয়েছেন। যার কারণেই পদক্ষেপ নিয়েছে মাদুরাই বেঞ্চ।
নোটিশে বলা হয়েছে, সাধারণ মানুষের জীবন সম্পর্কে তারকারা কিছু জানেন না। তারা শুধুমাত্র নিজেদের মুনাফার কথাই চিন্তা করেন। প্রসঙ্গত উল্লেখ্য বিরাট কোহলির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রথমবার নয়। এর আগেও অনলাইন জুয়াকে কেন্দ্র করে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সংবিধানের ২১ ধারা লঙ্ঘনের কারণে এবার তাদের নোটিশ পাঠালো আদালত।