দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ প্রায় শেষের পথে পুরুষদের আইপিএল পর্ব। কিন্তু ক্রিকেটের উম্মাদনা এখনই থামবেনা আরব আমিরশাহীতে। কারণ এবার শুরু হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ।ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের দিন ঘোষণা করেছে বিসিসিআই। মহিলাদের আইপিএলে গত বছরের মতো এবারও অংশ নেবে তিনটি দল সুপারনোভাজ ট্রেলব্লেজার্স এবং ভেলোসিটি।
সুপারনোভাজের অধিনায়ক হলেন হারমানপ্রীত কৌর।ট্রেলবেলার্জাসের অধিনায়কত্ব সামলাবেন স্মৃতি মান্ধানা এবং ভেলোসিটির অধিনায়ক হিসেবে দেখা যাবে ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম তারকা মিতালি রাজকে। গতবছরের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় তুলে নিয়েছিল হরমনপ্রীতের সুপারনোভাজ। প্লেয়ার অব দ্যা সিরিজ হয়েছিলেন জেমিমা রড্রিগেজ।
এবারে আরব আমিরশাহীতে ফাইনাল মিলিয়ে মোট চারটি ম্যাচ খেলবে এই তিন দল এবং চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজায়।
একনজরে নেওয়া যাক আনুষ্ঠানিক সময়সূচীঃ
প্রথম ম্যাচঃ সুপারনোভাজ বনাম ভেলোসিটি, ৪ নভেম্বর
দ্বিতীয় ম্যাচঃ ভেলোসিটি বনাম ট্রেলব্লেজার্স, ৫ নভেম্বর
তৃতীয় ম্যাচঃ ট্রেলব্লেজার্স বনাম সুপারনোভাজ, ৭ নভেম্বর
ফাইনালঃ টিবিসি বনাম টিবিসি, ৯ নভেম্বর