দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এক মরশুমের জন্য লোনে মোহামেডানে যোগ দিচ্ছেন জামাল ভূঁইয়া। তারাই লীগে যোগ দেওয়া নিয়ে ইতিমধ্যেই বেশ কিছুটা গুঞ্জন ছিল। এবার সেই জল্পনা কি সত্যি প্রমাণিত করে সাইফ স্পোর্টিং ছেড়ে ভারতে পাড়ি জমালেন এই মিডফিল্ডার।
সাত বছর বাদে আবার আইলীগ খেলছে মোহামেডান। তাই শক্তি বাড়াতে বাংলাদেশের এই মিডফিল্ডারকে দলে এনেছে তারা। কলকাতা মোহামেডানের ফুটবল সচিব ওয়াসিম আকরাম বলেন, ‘চুক্তি নিশ্চিত হয়ে গেছে। প্রথমে এমন ছিল ওকে যেন আমরা লোনে নিতে পারি। তবে বিষয়টা মীমাংসা হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই কাগজপত্রে বিষয়টা চূড়ান্ত করব।’
৭ জানুয়ারি থেকে শুরু হবার কথা আই লিগ ২০২০-২১ মরশুম। এই মরশুমে ভালো ফল করলে আগামী দিনে হয়তো আইএসএলেও নিজেদের সুযোগ করে নিতে পারবে মহামেডান। সেই কারণেই দলের বেঞ্চ স্ট্রেন্থ আরো শক্ত পোক্ত করতে চাইছে তারা। আকরাম এদিন আরও যোগ করেন , ‘আই লিগের শেষ ম্যাচ পর্যন্ত জামালের সঙ্গে চুক্তি হবে। এর পরে কোন সমস্যা নেই।’
এ সম্পর্কে আগেই আভাস দিয়েছিলেন জামালও,মোহামেডান সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন,‘ভাল প্রস্তাব পেলে ভেবে দেখব। একই রকম প্রস্তাব পেলে বাংলাদেশে নয় কেন?’
আপাতত এক মরশুম মোহামেডান স্পোর্টিংয়ে খেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে আবার সাইফ স্পোর্টিংয়ে যোগ দেবেন জামাল।