দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চিকিৎসকের হাতই এখন ‘হ্যান্ড অফ গড’। অপারেশনের পর মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ হল ফুটবলের রাজপুত্র মারাদোনার। মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ড লুপে জানান, মস্তিষ্কের মেমব্রেন পর্দায় রক্ত জমাট বাঁধার ফলে এমন ঘটনা ঘটেছে। তবে সম্পূর্ণ সফল অস্ত্রপচারের ফলে কেটে গেছে আশঙ্কার মেঘ।
চিকিৎসকদের অভিমত অনুযায়ী সম্ভবত কোন কোনো দুর্ঘটনায় পড়েছিলেন ফুটবলের কিংবদন্তি। সেখান থেকেই মস্তিষ্কে এই সমস্যার সূত্রপাত। যদিও মারাদোনা জানিয়েছেন এমন কোনো দুর্ঘটনার কথা তার স্মরণে নেই। বর্তমানে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের একটি প্রাইভেট ক্লিনিকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর মারাদোনার সাথে দেখা করতে যান মেয়ে ডালমা, জিয়ান্নিয়া, জানা এবং অন্যান্য আত্মীয়রা। এর আগে লা প্লাতার একটি ক্লিনিকে ভর্তি ছিলেন তিনি। আর্জেন্টিনা জাতীয় দলের মেডিকেল টিমের প্রধান ভিলানি জানান, সাধারণত এ ধরনের অস্ত্রপ্রচারে কোনো ঝুঁকি থাকে না। কিন্তু মারাদোনার ক্ষেত্রে বিষয়টি আলাদা। হৃদরোগের কারণে এর আগেও অস্ত্রোপচার করতে হয়েছে তার শরীরে। তাছাড়া ড্রাগ এবং অ্যালকোহলেও আসক্তির রয়েছে তার এই কারনেই ঝুঁকির পরিমাণ তার ক্ষেত্রে কিছুটা বেশি।