দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ ওমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জ-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সুপারনোভাজ এবং ভেলোসিটি। টসে জিতে প্রথম বিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভেলোসিটি অধিনায়ক মিতালি রাজ।
ক্যাস্প্রেকের বলে প্রথমেই প্রিয়া পুনিয়াকে হারালেও দলের হাল ধরেছিলেন আতাপাত্তু।জেমিমা রদ্রিগেজের সঙ্গ না পেলেও অধিনায়ক হারমানপ্রীত কৌরের সাথে জুটি বেঁধে দলকে সম্মানজনক লক্ষ্যে পৌঁছে দেবার চেষ্টা করেন তিনি। প্রথমে একটু সময় নিলেও পরের দিকে বিস্ফোরক হয়ে ওঠে এই জুটি। ৩৯ বলে দুটি চার দুটি ছয় দিয়ে সাজানো সুন্দর ৪৪ রানের ইনিংস খেলে ঝরনা আলমের বলে নিজের উইকেট হারান চামারি আতাপাত্তু।
কিন্তু আজ ধৈর্য হারাননি হারমানপ্রীত। অধিনায়কোচিত মারমুখী ব্যাটিংয়ের ধারা বজায় রেখে ২৭ বলে দুটি ছয় ও একটি চারের সাহায্যে ৩১ রানের সুন্দর ইনিংস উপহার দেন তিনি। কিন্তু ভুলসময়ে ঝরনা আলমের বলে তার উইকেট পতন চাপে ফেলে দেয় সুপারনোভাকে। ফলতো দল সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে শশীকলার ওপর।অন্যপ্রান্তে আজ তেমন সাহায্য করতে পারেননি পূজা ভাস্ত্রাকার।খাতা খোলার আগেই ক্যাস্প্রেকের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।
কিন্তু ১৭ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন শশীকলাও। শেষ ওভারে পরপর দুটি উইকেট তুলে নেন একতা বিস্ট। ফলে শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৬ রানেই শেষ হয়ে যায় সুপারনোভার ইনিংস। ভেলোসিটির হয়ে নির্ধারিত ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট তুলে নেন একতা বিস্ট।