দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ ওমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জ-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সুপারনোভাজ এবং ভেলোসিটি। টসে জিতে প্রথম বিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভেলোসিটি অধিনায়ক মিতালি রাজ।
শেষ পর্যন্ত আতাপাত্তুর ৪৪ রান ও হারমনপ্রীতের ৩১ রানের দৌলতে নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৬ রানে ইনিংস শেষ হয়ে যায় সুপারনোভা। ভেলোসিটির হয়ে নির্ধারিত ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট তুলে নেন একতা বিস্ট।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভেলোসিটি। ভালো শুরু করলেও আজ ১৭ রানে শেষ হয়ে যায় শেফালী বর্মার ইনিংস। ওয়াট এবং শেফালী দুই ওপেনারকেই একসঙ্গে ফিরিয়ে দেন আওয়াবঙ্গা খাকা। ফলে রান চেজ করার সমস্ত দায়িত্ব এসে পড়ে বেদা কৃষ্ণমূর্তি এবং মিতালি রাজের ওপর। বেদা আক্রমণ বজায় রাখলেও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেনি অধিনায়ক মিতালি। মাত্র ৭ রানে মন্থর ইনিংসকে গতি দিতে গিয়ে শশীকলার বলে আউট হন তিনি।
তবে আজ ধৈর্য না হারিয়ে আক্রমণ জারি রাখেন বেদা। কিন্তু চারটি দিয়ে সাজানো ২৯ রানের ইনিংস খেলে রাধা যাদবের বলে আতাপাত্তুর হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। ফলে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এসে পড়ে সুষমা বর্মা এবং সাউথ আফ্রিকান অলরাউন্ডার সুনে লুজের উপর। কিন্তু শেষ পাঁচ ওভারে ৫০ রান তুলে নেওয়া যথেষ্ট কঠিন ছিল তাদের জন্যও।
কিন্তু আজ রণভূমির মাটি ছাড়তে রাজি ছিলেন না সুষমা এবং লুজ। পরস্পর বেশকিছু আক্রমণাত্মক শট খেলে ম্যাচের অভিমুখ আবার বদলে দেবার চেষ্টা করে এই জুটি। আজ তাদের মারমুখী মেজাজ থেকে রেহাই পাননি আঙ্গাবোয়াও।কিন্তু ১৯ তম ওভারে দুটি ছয় দিয়ে সাজানো ৩৪ রানের দুরন্ত ইনিংস খেলে পুনম যাদবের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন সুষমা বর্মা। ফলে আবার বদলে যায় ম্যাচের অভিমুখ। শেষ ওভারে জয়ের জন্য ভেলোসিটির দরকার ছিল ৯ রান।
ওভারের দ্বিতীয় বলে সুন্দর সুইপ শটে বাউন্ডারি তুলে নিয়ে ব্যবধান কমিয়ে দেন লুজ।শেষ পর্যন্ত ২১ বলে চারটি চার ও একটি ছয় দিয়ে সাজানো তার বিধ্বংসী ৩৭ রানের ইনিংসের দৌলতেই কঠিন ম্যাচে জয় তুলে নেয় ভেলোসিটি।