দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ৩২ তম জন্মদিন।সকাল থেকেই এই ক্রিকেট তারকার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া
বিসিসিআই থেকে শুরু করে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেটের বর্তমান সদস্য ও প্রাক্তনীরা।
বিসিসিআই তরফে আজ ট্যুইটারে শেয়ার করা কোহলির দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে খেলা দ্বিশতরানের ইনিংস।
আইসিসির তরফেও আজ শুভেচ্ছা জানানো হয়েছে ভারত অধিনায়ককে
https://twitter.com/ICC/status/1324181460337700870?s=09
অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে ঋদ্ধিমান বলেন, “জন্মদিনের শুভেচ্ছা বিরাটভাই, একসাথে কাটানো জীবনের অসাধারণ মুহুর্তগুলি আশা করি আবারও ফিরে আসুক।”
https://twitter.com/Wriddhipops/status/1324189084235952128?s=19
টুইটারে শুভেচ্ছা জানান বর্ষীয়ান স্পিনার হরভজন সিংহ তিনি লেখেন, “শুভ জন্মদিন বিরাট। তোমার আগামী দিনগুলি খুশিতে ভরে উঠুক।”
https://twitter.com/harbhajan_singh/status/1324222970370297858?s=09
শুভেচ্ছা জানান প্রাক্তন ভারতীয় কোচ অনিল কুম্বলেও
https://twitter.com/anilkumble1074/status/1324200289260331008?s=09
শুভেচ্ছাবার্তা এসেছে প্রক্তন ক্রিকেটার যুবরাজ সিংহের তরফেও
ট্যুইট করেন অজিঙ্কা রাহানেও