দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শেষ হয়েছে আইপিএল গ্রুপ লীগ, আজ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স।আজকের বিজয়ী দল সোজাসুজি পৌঁছাবে ফাইনালে। তাই প্রত্যাশার চাপ থাকবে দুইদলের উপরেই।তবে আজকের পরাজিত দলের জন্য সুযোগ একেবারে শেষ হয়ে যাচ্ছে না।প্রথম এলিমিনেটরের বিজয়ী দলের সাথে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে। তবু আজকের ম্যাচে জিতে সোজাসুজি ফাইনালে পৌঁছানোর সুযোগ ছাড়তে রাজি নয় কেউই।
মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে গত ম্যাচ খুব একটা ভালো যায়নি। যদি অত্যন্ত ভালো প্রদর্শন করে এই মুহূর্তে লীগ টেবিলে প্রথমে রয়েছে তারা। দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মাও।গত ম্যাচে বেশ কিছু পরিবর্তন করে জয়ের ধারা তারা অব্যাহত রাখতে পারেনি ঠিকই, কিন্তু সেই দল মুম্বাইয়ের সর্বশক্তিসম্পন্ন ছিলনা। তাই আজ মুম্বাই ভুলে যেতে চাইলে তাদের আগের দিনের পারফরম্যান্স। আজ কোয়ালিফায়ার ম্যাচে দলে ফিরছেন বুমরাহ এবং বোল্ট। প্রথম একাদশে ফিরবেন হার্দিক পান্ডেও।তাই আজকের দলের বিরুদ্ধে জয় তুলে নেওয়া যথেষ্ট কঠিন ভাবে দিল্লির পক্ষে। তবে অবশ্যই ভালো পারফরম্যান্স করতে হবে দলের শক্তিশালী ব্যাটিং অর্ডারকে। গত ম্যাচে যা একেবারেই ভেঙে পড়েছিল হায়দ্রাবাদের বোলিং অ্যাটাকের সামনে।
অপরপক্ষে গত ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়েছে দিল্লি। রাহানে রান পাওয়ায় অনেকটাই শক্ত হয়েছে মধ্যক্রম।তবে এখনো রানে ফিরতে পারেননি পৃথ্বী শ, অধিনায়ক শ্রেয়াস আইয়ার, রিষভ পান্থরা। শুধুমাত্র শিখর এবং রাহানের উপর নির্ভর করে মুম্বাইয়ের বিরুদ্ধে জয় তুলে নেওয়া যথেষ্ট কঠিন হবে দিল্লির পক্ষে। বোলিংয়ে অবশ্য ভালো ফর্মে রয়েছেন কাগিসো রাবাডা, নকিয়া এবং অশ্বিনরা।তাই দিল্লি অবশ্যই চাইবে প্রথমে ফিল্ডিং করে কম রানে মুম্বাইকে রুখে দিতে। তবে কাজ মোটেই সহজ নয়। আজ বিশেষত রাবাডা এবং রোহিতের লড়াই দেখবার জন্য মুখিয়ে থাকবে ফ্যানেরা।
তবে ভুলে গেলে হবে না মুম্বাই দলে রয়েছে একের পর এক ম্যাচ উইনার। অন্তত দুজন যদি আজ ভালো প্রদর্শন করতে পারেন তাহলে লড়াইটা কঠিন হয়ে যাবে দিল্লির পক্ষে। অনেকেই যদিও বলছেন আজকের ম্যাচ ফাইনালের আগে ফাইনাল, তবে গত ম্যাচে জয়ের আগে বেশ কিছু ম্যাচ পরপর হেরেছে দিল্লি। তাই ভালো প্রদর্শন করতে হলে আজ স্নায়বিক চাপ কাটিয়ে উঠতে হবে তাদের।
মুম্বাই ইন্ডিয়ান্স (সম্ভাব্য দল) :রোহিত শর্মা(অধিনায়ক) ,কুইন্টন ডি কক (উইকেট কিপার), ঈশান কিশান, সূর্য কুমার যাদব,হার্দিক পান্ডে,ক্রুণাল পান্ডে, কিরণ পোলার্ড, ট্রেন্ট বোল্ট, ন্যথন কুন্টারনাইল/জেমস প্যাটিনসন,রহুল চাহার, যশপ্রীত বুমরাহ।
দিল্লি ক্যাপিটালস (সম্ভাব্য দল) : শিখর ধাওয়ান, পৃথ্বী শ/অজিঙ্কা রাহানে , শ্রেয়াস আইয়ার(অধিনায়ক),সিমরান হেটমায়ার/অ্যালেক্স ক্যারি,রিষভ পান্থ(উইকেট কিপার),মার্কাস স্টয়নিস, রবিচন্দন অশ্বিন, আক্সার প্যাটেল ,কাগিসো রাবাডা, অনরিখ নকিয়া,তুষার দেশপান্ডে।