দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গতম্যাচের হার ভুলে আজ নতুন করে শুরু করতে হবে মুম্বাইকে।তার আগেই দলে এবার ভাঙনের গন্ধ। মন কষাকষির আভাস মিলল বর্ষীয়ান মুম্বাই অলরাউন্ডার কিরণ পোলার্ডের তরফে।দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগেই তার ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট ক্রে কিরণ পোলার্ড লেখেন, ” এমন শত্রুকে মেনে নেব যাকে আমি ঘৃনা করি।কিন্তু এমন কোন বন্ধুকে মেনে নেব না যিনি পিছন থেকে ছুড়ি মারতে পারেন।”
https://www.instagram.com/p/CHI_QLhpgUQ/?igshid=18k7jf3slkf1h
রোহিত শর্মার অবর্তমানে এবারের আইপিএলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে হয়েছে পোলার্ডকে।তার নেতৃত্বে অত্যন্ত ভালো প্রদর্শনও করে দল।কিন্তু এখন রোহিত শর্মা দলে ফিরেছেন। দলের সহঅধিনায়কের দায়ভার এখন পোলার্ডের কাঁধে।তার মাঝে এই পোস্ট নিশ্চই চিন্তার কারন হতে পারে মুম্বাই ভক্তদের জন্য।যদিও খোলাখুলি এখনো সামনে আসেনি কি বিষয়ে মতবিরোধ। তবে এটি যে মোটেই শুভ সংকেত নয় এ নিয়ে কোন সন্দেহ নেই।