দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলে প্রথম কোয়ালিফায়ারে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। টসে জিতে আজকের প্রয়োজনীয় ম্যাচে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
সিদ্ধান্ত প্রথমে কিছুটা ফলপ্রসূ মনে হয়েছিল যখন খাতা খোলার আগেই রবীচন্দ্রন অশ্বিন ফিরিয়ে দিয়েছিলেন চোট সারিয়ে মাঠে ফেরা রোহিত শর্মাকে। কিন্তু আজও একই রকম স্বপ্ন ভঙ্গিমায় ছিলেন কুইন্টন ডি কক এবং সূর্য কুমার যাদব।২৫ বলে পাঁচটি চার ও একটি ছয় দিয়ে সাজানো দুরন্ত ৪০ রানের ইনিংস খেলে ডিকক রবীচন্দ্রন অশ্বিনের শিকারে পরিণত হলেও। আজ কোন ব্যাটিং ধ্বস নামতে দেননি সূর্য কুমার যাদব এবং ঈশান কিশান। মাত্র ৩৮ বলে ছটি চার ও দুটি ছয়ের সাহায্যে আজ গুরুত্বপূর্ণ ৫১ রানের ইনিংস উপহার দেন সূর্যকুমার। শেষ পর্যন্ত নকিয়ার বলে তিনি সাজঘরে ফিরলেও হার্দিক পান্ডের সাথে জুটি বাঁধেন ঈশান কিশান।
আজও মাত্র ৩০ বলে চারটি চার তিনটি ছয় দিয়ে সাজানো অপরাজিত ৫৫ রানের ইনিংস উপহার দেন তিনি।তবে মুম্বাইয়ের ইনিংসে মূল পার্থক্য বলেছেন হার্দিক পান্ডে। মাত্র ১৪ পাঁচটি বিশাল ছয়ের সাহায্যে ৩৭ রানের যে বিধ্বংসী ইনিংস খেলেন তিনি মূলত তার সৌজন্যেই ২০০ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে মুম্বাই।
জবাবে ব্যাট করতে নেমে বুমরাহ এবং বোল্টের বিষাক্ত আক্রমণের সামনে দাঁড়িয়ে প্রথমেই চার উইকেট খুইয়ে চাপে পড়ে যায় দিল্লি। পৃথ্বী শ এবং অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে দেন বোল্ট। শিখর ধাওয়ান এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ারের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন বুমরাহ। অষ্টম ওভারে যখন ভীষণ প্রয়োজন ছিল স্টয়নিসের সাথে একটি পার্টনারশিপ গড়ে তোলার আজও ব্যর্থ হন রিষভ পান্থ।মাত্র ৩ রান করেই ক্রুনাল পান্ডের শিকারে পরিণত হন তিনি।
ফলতো গভীর সমস্যার মুখে পড়ে যায় দিল্লি। শেষ পর্যন্ত দিল্লির হয়ে আজ একমাত্র বড় প্রতিরোধ গড়ে তোলেন মার্কাস স্টয়নিস এবং আক্সার প্যাটেল। দিল্লি সমর্থকদের মনে কিছুটা আশা জাগলেও ৪৬ বলে ছটি চার ও তিনটি বিশাল ছয়ের সাহায্যে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ফিরে যেতে হয় স্টয়নিসকে।১৬ তম ওভারে তাকে বোল্ড করে জয়ের পথে শেষ বড় কাঁটাটি উপরে ফেলেন বুমরাহ। শেষ অবধি ৩৩ বলে ৪২ রানের ইনিংস খেলে আক্সার প্যাটেল সাধ্যমত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ১৪৩ রানেই শেষ হয়ে যায় দিল্লি। ফলতো ৫৭ রানের বড় জয় পেয়ে ষষ্ঠ বার আইপিএলের ফাইনালে পৌঁছালো মুম্বাই ইন্ডিয়ান্স। যার মধ্যে চারবার অবশ্যই জয় লাভ করেছে রোহিত শর্মার দল। তাই এবারেও সমর্থকদের আশা ভালো ফল করবে তারা।