দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ প্রথম এলিমিনেটরে মুখোমুখি হতে চলেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজেস হায়দ্রাবাদ। অর্থাৎ আজকের বিজয়ী দল সরাসরি আইপিএল ফাইনালে পৌঁছতে না পারলেও তারা সুযোগ পাবে কালকের ম্যাচে পরাজিত দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ে নামার। তাই একদিকে যখন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার চাইবেন দ্বিতীয়বার তার নেতৃত্বে ট্রফি জয় করুক দল, তখন অন্যদিকে বিরাট কোহলি চাইবেন দ্বিতীয়বার দলকে ফাইনালে পৌঁছে দিতে।
তবে আজকের ম্যাচে জিততে হলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে গত ম্যাচের ব্যাটিং প্রদর্শন ভুলে অত্যন্ত ভালো ব্যাটিং প্রদর্শন উপহার দিতে হবে। দেবদত্তের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে ব্যাটিং বিভাগকে এগিয়ে নিয়ে যেতে হবে অধিনায়ক বিরাট কোহলি ও ডি ভিলিয়ার্সকে।একমাত্র তাহলেই শক্তপোক্ত লক্ষ্যমাত্রা খাড়া করতে পারবে ব্যাঙ্গালোর।অবশ্য আজ ফিলিপির বদলে অ্যারন ফিঞ্চ বা মঈন আলিকে একাদশে দেখা যায় কিনা সেটাও অবশ্য একটি দেখার বিষয়। তুমি হায়দ্রাবাদের বোলিং লাইনআপের বিরুদ্ধে যথাযোগ্য পারফরম্যান্স করতে হলে মিডল অর্ডারে শক্তি একান্ত দরকার।
বোলিংয়ের ক্ষেত্রে অবশ্যই একান্ত জরুরি ক্রিস মরিস এবং চাহাল, উদানাদের একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। অবশ্য আজ একাদশে নবদীপ সাইনিকে দেখা যায় কিনা সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
অন্যদিকে সানরাইজেস হায়দ্রাবাদের ক্ষেত্রে ব্যাটিংয়ে ওয়ার্নার, উইলিয়ামসন এবং ঋদ্ধিমান সাহার ভালো প্রদর্শন একান্ত জরুরী। লোয়ার মিডিল অর্ডারে আজ অলরাউন্ডার জেসন হোল্ডারের পারফর্মেন্সের ওপরেও নজর থাকবে সকলেরই। গত ম্যাচের মতো যদি একই রকম সুন্দর পারফরমেন্স দিতে পারে তারা তাহলে ব্যাঙ্গালোর জয় অবশ্য খুব একটা কঠিন নাও হতে পারে।
বোলিংয়ের ক্ষেত্রে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় হলেন জেসন হোল্ডার এবং রাশিদ খান। আজ তাদের পারফরমেন্সের উপরেই নির্ভর করছে হায়দ্রাবাদের জয়। কারণ কোহলি এবং ডিভিলিয়ার্সের স্পিন দুর্বলতা এখন আর কারোরই অজানা নয়, তাই শুরুর দিকে এই রণনীতি কতটা কাজে লাগাতে পারে ওয়ার্নার ব্রিগেড সেটাই এখন দেখার।
সানরাইজেস হায়দ্রাবাদ(সম্ভাব্য দল): ঋদ্ধিমান সাহা /জনি বেয়ারস্টো (উইকেট কিপার),ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ক্যেন উইলিয়ামসন/জেসন হোল্ডার/মহম্মদ নাবি ,মনিশ পান্ডে, প্রিয়ম গর্গ,আব্দুল সামাদ, অভিষেক শর্মা, রাশিদ খান, টি. নটরাজন,বাসিল থাম্পি/খলিল আহমেদ /সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সম্ভাব্য দল): দেবদত্ত পাডিকাল , জসুয়া ফিলিপি/অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এ.বি ডিভিলিয়ার্স (উইকেট কিপার),ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে,ইসরু উদানা /মঈন আলি, উমেশ যাদব,ক্রিস মরিস ,মহম্মদ সিরাজ,যুবেন্দ্র চাহাল।