দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দূর্গা পূজার পর চারিদিকেই কোভিড পজেটিভের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ব্যতিক্রম নয় দিল্লিও। এবার উদ্বেগ আরও বাড়িয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।
আজই নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইটে তিনি জানান, “আমার আমার বাড়িতে এক সদস্যের কোভিড রিপোর্ট পজিটিভ আসার কারণে আপাতত আমি হোম আইসোলেশনে রয়েছি। অপেক্ষা করছি আমার কোভিড পরীক্ষার রিপোর্ট আসার জন্য। প্রত্যেককে অনুরোধ করছি নিয়ম বিধি মেনে চলার জন্য, একে হালকা ভাবে নেবেন না, সুস্থ থাকুন। “
এর আগে বাড়ির সদস্যদের কোভিড রিপোর্ট পজিটিভ আসার কারণে হোম আইসোলেশনে থাকতে হয়েছিল বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীকেও।আর দিল্লিতে এমনিতেই হু হু করে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত ৬৮৭২জন। সংক্রমনের ক্ষেত্রে মহারাষ্ট্রের মত বড় রাজ্যকেও পিছনে ফেলে দিয়েছে রাজধানী। শুধু তাই নয় বর্তমানে তাদের স্থান কেরলের পরেই। আর এই কারনেই আরো বেশি সর্তকতা অবলম্বন করা জরুরী।
সেজন্যেই একটু অবহেলা না করে সাথে সাথেই হোম আইসোলেশনে চলে যান গৌতম। আপাতত ঘরে বসেই আইপিএলের বিভিন্ন ম্যাচ উপভোগ করছেন তিনি।