দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইলীগের জন্য বিভিন্ন দলগুলির প্রস্তুতিপর্ব এখন তুঙ্গে, যদিও সরকারিভাবে এখনো ঘোষণা হয়নি কবে হতে পারে আইলীগ।তবে এআইএফএফ সূত্রের খবর অনুযায়ী আগামী মরশুমের আই লীগ শুরু হতে চলেছে ৯ জানুয়ারি থেকে। আগামী কালীপুজোর পর আই লীগের সিইও সুনন্দ ধর কলকাতায় এসে আলোচনায় বসবেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের সাথে। তারপরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে আই লীগের তারিখ।
আপাতত যে মাঠগুলিকে আই লীগের আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে, সেগুলি হল-যুবভারতী ক্রীড়াঙ্গন, কিশোর ভারতী, বারাসাত স্টেডিয়াম, কল্যাণী এবং হাওড়া স্টেডিয়াম। এরমধ্যে শেষ পর্যন্ত কোন মাঠগুলি আয়োজনের জন্য ছাড়পত্র পাবে তা ঠিক হবে কালীপুজোর পরের বৈঠকে।
আই লীগের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই কলকাতায় এসে উপস্থিত হয়েছে পাঞ্জাব এফসি।আগামী ডিসেম্বরের মধ্যেই কলকাতায় পৌঁছাবে গোকুলাম। ৯ জানুয়ারি আই লীগ শুরু হচ্ছে একথা জানানো হলেও সমাপ্তির দিন এখনো ঘোষিত হয়নি। সরকারের তরফ থেকে আসা নির্দেশিকায় প্রথমে বলা হয়েছিল মাঠে উপস্থিত হতে পারবেন ১০০ জন দর্শক। এখন সেই দর্শক সংখ্যা বাড়িয়ে ২০০ করা হয়েছে। ফেডারেশন অবশ্য এই মুহূর্তে কোন ঝুঁকি নিতে চায় না। তাই কোন দর্শককেই এবারে প্রবেশানুমতি দেয়নি তারা। সরকারের সাথে মতবিরোধ হলেও আপাতত সিদ্ধান্ত অনুযায়ী আইএসএলের মতই এখানেও প্রবেশ করতে পারবেন না কোন দর্শক। তবে ৮০টি ম্যাচই টেলিভিশন সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।