দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দক্ষিণ আফ্রিকা ছেড়ে বেশ কিছুদিন আগেই অস্ট্রেলিয়া এসেছিলেন মর্নি মর্কেল। এবার সেখানকার স্থায়ী বাসিন্দা হিসেবে সরকার তরফে ছাড়পত্র এলো তার নামে। অর্থাৎ এরপরে বিগব্যাশে সাউথ আফ্রিকা ম্যাচ অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসেবেই খেলবেন মর্নি।আসন্ন বিগ ব্যাশ লিগে তার দল “ব্রিসবেন হিট”।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই গত মরশুমে পার্থ স্কারচার্সে আন্তর্জাতিক কোটার বিকল্প ক্রিকেটার হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। এবার সম্পূর্ণ মরশুমের জন্য ব্রিসবেন হিটের হয়ে চুক্তিবদ্ধ হলেন মর্নি মর্কেল। মর্কেল বলেন, “এখনো ক্রিকেট আগের মতই উপভোগ করি।হিট দলে যোগ দেওয়াটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। স্থানীয় ক্রিকেটার হিসেবে যোগ দেওয়ার বিষয়টাও অন্যরকম। তবে অস্ট্রেলিয়ায় বসবাস এবং কাজ বরাবরই উপভোগ করছি। এটা এখন আমার জীবনেরই একটা অংশ। “
আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত ৫৪৪টি উইকেটের মালিক মর্নি মর্কেল। আইপিএলেও ৭০ টি ম্যাচ খেলে ৭৭টি উইকেট শিকার করেছেন তিনি। চলতি সপ্তাহের শুরুতেই সারে-র সঙ্গে তিন বছরের চুক্তি শেষ হয়েছে তার। মর্কেলকে দলে পেয়ে খুশি ব্রিসবেন কোচ ড্যারেন লেমনও।তিনি জানান অধীর আগ্রহে আমরা মর্কেলের দলে আসার প্রতীক্ষায় আছি। আগামী ডিসেম্বরের ১০ তারিখ থেকে শুরু হবে বিগব্যাশ লিগ।