দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ প্লে অফসে পৌঁছলেও এবারেও কাপ জয়ের স্বপ্ন পূরণ হলো না বিরাট বাহিনীর। এর আগেও ফাইনালে পৌঁছে হেরে যেতে হয়েছিল আরসিবিকে। তাই সমর্থকদের মনে স্বাভাবিকভাবেই যে ধাক্কা লাগবে এ নিয়ে কোন সন্দেহ নেই।
এবারের আইপিএলে অবশ্য শুরু থেকেই বেশ ভালো খেলছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম দশটি ম্যাচের মধ্যে সাতটি জিতে প্লে-অফে নিজেদের যাত্রা পাকাও করে নিয়েছিল তারা। কিন্তু তারপরেই অফ ফর্মের সমস্যায় ভুগতে থাকে দল। পরপর ব্যর্থ হয়েছেন বিরাট নিজেও।
এই সমর্থকদের উদ্দেশ্যে এবার আবেগঘন বার্তা দিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি, “দলের প্রতিটা ওঠা পড়ায়, একটি ইউনিট হিসাবে এই সফর বেশ ভালো ছিল। হ্যাঁ হয়তো পরিস্থিতি আমাদের পক্ষে যায়নি বটে, কিন্তু আমি আমার গ্রুপকে নিয়ে গর্ববোধ করি। আমি সকল সমর্থকদের তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসা আমাদের আরো শক্তিশালী করে। আবারো শীঘ্রই দেখা হবে। “
কাল হায়দ্রাবাদের বিরুদ্ধে হার দিয়ে সফর শেষ করেছে ব্যাঙ্গালোর। তবে পরের আইপিএলের জন্য সম্ভবত এক বছর অপেক্ষা করতে হবে না। এখন নতুন বছর আরসিবি সমর্থকদের জন্য নতুন খুশি নিয়ে আসে কিনা সেটাই দেখার।