দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করলেন গৌতম গম্ভীর। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক এখন বিরাট কোহলি। আট বছর অধিনায়কত্বের পরেও তার নেতৃত্বে একবারও আইপিএল জিততে পারেনি দল। সেই সূত্র ধরেই এবার অধিনায়ক বিরাট কোহলিকে কটাক্ষ গৌতম গম্ভীরের।
গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌতম বলেন,”অনেক হয়েছে এবার গদি ছাড়ুন বিরাট। আট বছর, অনেক অনেক সময়। দেখুন তো অশ্বিনের সঙ্গে কী হল? মাত্র দু’বছর ব্যর্থ হল, তারপরই ওঁকে সরিয়ে দেওয়া হল। আমরা ধোনি, রোহিতদের কথা বলি। ওঁরা টানা অধিনায়কত্ব করছে। কিন্তু বিরাট একেবারেই ওদের মধ্যে পড়ে না। ধোনি ৩টি আইপিএল জিতেছে। রোহিত জিতেছে চারটি। সেজন্যই ওঁরা এতদিন ধরে অধিনায়ক আছেন। আমি নিশ্চিত সাফল্য এনে দিতে না পারলে রোহিতকেও এতদিনে সরিয়ে দিত মুম্বই। বিরাটের জন্য নিয়ম আলাদা হওয়া উচিত নয়।”
আরো যোগ করে প্রাক্তন কেকেআর অধিনায়ক বলেন, “দায় নেওয়ার প্রবণতা একেবারে উপর থেকে শুরু হওয়া উচিত। নেতার কাছ থেকে শুরু হওয়া উচিত। সাফল্যের কৃতিত্ব যেমন তোমার, ব্যর্থতার দায়ও তোমার। আট বছর অনেক সময়। আর এমনও নয় যে, বিরাট অনভিজ্ঞ। ও যে দলেই খেলে সেই দলেরই অধিনায়ক। সুতরাং সাফল্য তোমাকে আনতেই হবে।”
আইপিএলে প্রথম থেকেই অধিনায়ক হিসেবে তেমনভাবে সফল হতে পারেননি বিরাট। তবে এ বছর অনেক সমর্থকের মনেই আশা জেগেছিল ব্যাঙ্গালোর হয়তো ফাইনালে পৌঁছাবে। কিন্তু কাল পোটেনশিয়াল অনুযায়ী পারফরম্যান্স দিতে পারেনি দল। আর এর কারণেই শুধু গম্ভীর নয় ক্ষুব্ধ অনেক প্রাক্তন ক্রিকেট বিশ্লেষকই।