দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ করোনা ভাইরাসের প্রভাব সত্ত্বেও আরব আমিরশাহির মাটিতে আইপিএল করে তাক লাগিয়ে দিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন দরজায় কড়া নাড়ছে সেই আইপিএল ২০২০-এর ফাইনাল। ইতিমধ্যে বিসিসিআই প্রস্তুতি শুরু করেছে ২০২১ সালের আইপিএল নিয়েও।
করোনা ভাইরাসের কারণে আগামী আইপিএল বাতিল হতে পারে কিনা এ নিয়ে সন্দেহ ছিলই। জল্পনা ছিল আইপিএল ভারতের মাটিতে হবে না অন্যকোথাও তা নিয়েও। অতীতের মতো এ ব্যাপারেও স্পষ্টভাষী বিসিসিআই প্রেসিডেন্ট। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এক সাক্ষাৎকারে তিনি জানান,”অবশ্যই ২০২১ সালেও আইপিএল হবে। ২০২১ সালে এপ্রিল থেকে মে মাসের মধ্যেই আইপিএলের আয়োজন হবে। “
এদিন আগামী ভারত ইংল্যান্ড সিরিজ নিয়েও মুখ খোলেন সৌরভ। তিনি বলেন,নতুন বছরের প্রথম অর্ধের মধ্যেই ভারতে ক্রিকেট ফেরানোর পরিকল্পনা চলছে। এই সময়কালের মধ্যেই ইংল্যান্ডের ভারত সফরের জন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করবে বিসিসিআই। মেয়েদের আইপিএল নিয়েও আশাবাদী মহারাজ। আগামী দুই বছরের মধ্যে যাতে সাত আটটি মহিলা দল আইপিএলে অংশগ্রহণ করতে পারে সেদিকেও জোর দিচ্ছে বিসিসিআই।