দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ফের ফুটবলে করোনা ভাইরাসের মারন আক্রমণ। রোনাল্ডো, রোনালডিনহো থেকে শুরু করে করোনাভাইরাসের মারণ আক্রমণে বারংবার আক্রান্ত হয়েছে ফুটবলের সবুজ ময়দান। এবার আবার দুঃসংবাদ এল রিয়াল মাদ্রিদের জন্য। গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই আক্রান্ত হলেন রিয়াল তারকা ক্যাসেমিরো এবং ইডেন হ্যাজার্ড। শুক্রবারই গোটা দলের ফের কোভিড টেস্ট করানো হয় রিয়েল মাদ্রিদ তরফে। বাকি সকলেই রিপোর্ট নেগেটিভ এলেও পজেটিভ ইডেন হ্যাজার্ড এবং ক্যাসেমিরো।
শনিবার ক্লাবের তরফে দেওয়া এক বিবৃতিতেই একথা জানান কোচ জিনেদিন জিদান। যদিও ক্লাব তরফে জানানো হয়েছে শারীরিক ও মানসিকভাবে দুজনই এখন সুস্থ রয়েছেন। তবে ডাক্তারের পরামর্শ মেনে আপাতত কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে দু’জনকেই। আগামী রবিবার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। তার আগে এই দুই তারকা করোনা পজিটিভ রিপোর্ট আসায় নিশ্চয়ই কিছুটা ক্ষতিগ্রস্ত হবে দল।
তবে ক্লাব তরফে জানানো হয়েছে,”হ্যাজার্ড ক্যাসেমিরো বাদে বাকি সকলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ক্যাসেমিরো এবং হ্যাজার্ড আপাতত সুস্থই রয়েছেন। যদিও এই পরিস্থিতি নিয়ে কেউই খুশি নন। তবে শারীরিক এবং মানসিকভাবে তারা এখন সুস্থ। “