দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃহুগলির ভদ্রেশ্বরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তরুণ ফুটবলার জয়ব্রত দেবনাথের। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, লকডাউনের সময় কাজের অভাবে স্থানীয় বাজারে সবজি বিক্রির কাজ শুরু করেন জয়ব্রত। গতকাল রাতে টোটোয় করে শেওড়াফুলি পাইকারি মার্কেট থেকে এক বন্ধুর সাথে সব্জি আনতে গিয়েছিলেন তিনি।সব্জি আনার সময় এই দুর্ঘটনার শিকার হন তিনি।গাড়ির ধাক্কায় টোটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যান জয়ব্রত, সেখানেই পিষ্ঠ হয়ে মৃত্যু ঘটে তার। গুরুতর আহত অবস্থায় তার বন্ধুকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে।
সূত্রের খবর অনুযায়ী ২০১৩ সালে অনূর্ধ্ব ১৪ জাতীয় ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করে তাইল্যান্ডে খেলতে গিয়েছিলেন জয়ব্রত। তবে বড় ক্লাবে খেলার স্বপ্ন স্বপ্নই থেকে গেল তার। ইদানিং চুঁচুড়ার এক স্থানীয় ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতেন তিনি। কিন্তু লকডাউনের শিকার হয়ে সব স্বপ্নই শেষ হয়ে গেল এই তরুণের।