দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দুর্ভাগ্য পিছু ছাড়ছে না বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহার। প্রথমত, আইপিএলের প্রথম পর্বে কয়েকটি ম্যাচের সুযোগ পেলেও তেমন ভাবে কাজে লাগাতে পারেননি তিনি। কিন্তু শেষ পর্বে জনি বেয়ারস্টোর জায়গায় দলে এসে কামাল করে দিয়েছিলেন ঋদ্ধিমান।পরপর তিনটি ম্যাচে তুলে নিয়েছিলেন চমৎকার দুটি অর্ধশতক। তার ওপেনিং পার্টনারশিপের দৌলতেই এক লহমায় চালকের আসনে পৌঁছে গিয়েছিল হায়দ্রাবাদ।
কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে না ঋদ্ধির। দুরন্ত অর্ধশতক করেও পরের ম্যাচেই কুচকির চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েন তিনি। কিন্তু বাইরে বসলেও ফর্ম হারাননি এই বঙ্গতনয়। পরের ম্যাচে প্রথম একাদশে ফিরেই আবার চেনা ছন্দে ব্যাটিং করে দলকে জয় এনে দিয়েছেন। কিন্তু ছন্দপতন ঘটতেও বেশি দেরি লাগেনি। হ্যামিংয়ের চোটের কারণে আবার দলের বাইরে ডাগআউটে স্থান হয়েছে তার। সূত্রের খবর অনুযায়ী হ্যামিং ছিঁড়ে গেছে ঋদ্ধিমানের। তার অভাব কালকের ম্যাচে হায়দ্রাবাদকে তো ভুগতে হয়েছেই।
এবার হয়তো ভুগতে হতে পারে ভারতীয় দলকেও। চোট তেমন গুরুতর হলে আগামী দু মাস মাঠে ফিরতে পারবেননা তিনি। অর্থাৎ তার মতো অভিজ্ঞ উইকেটকিপারকে অস্ট্রেলিয়ার কঠিন পিচে সাথে পাবেনা দল। অন্যদিকে তেমন ফর্মে নেই রিষভ পান্থও।সে ক্ষেত্রে ঋদ্ধির মত একজন ভালো লোয়ার অর্ডার ব্যাটসম্যানকে অস্ট্রেলিয়া সফরে ভীষণ প্রয়োজন ছিল ভারতীয় দলের।
কিন্তু হ্যামিংয়ের এই চোট যদি গ্রেড ২ টিয়ার হয় তবে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আশা ছাড়তে হবে তাকে।