দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে মাঠে ফিরেই তাক লাগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিরিয়াতে ইতিমধ্যেই ছগোল পকেটস্থ করেছেন তিনি। রবিবার লাজিয়ার বিরুদ্ধে মাঠে নেমেও একই রকম স্বকীয় ভঙ্গিমায় ছিলেন রোনাল্ডো। ১৫ মিনিটের মাথায় খুয়ান কুয়াদ্রাদোর পাস থেকে দুরন্ত গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন তিনি।
কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ছে না তার। ৭৬ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় সি আর সেভেনকে। আর তারপরেই খেলা বদলে দেয় লাজিয়া।এক্সট্রা টাইমের পাঁচ মিনিটের মধ্যে গোল করে ম্যাচে সমতা ফেরান ফিলিপে কাইসিয়েদো।লাজিয়ার বিরুদ্ধে জয় হাতছাড়া তো হলই সাথে সাথে চিন্তার মেঘ বাঁধল জুভেন্টাস শিবিরে। গোড়ালির চোটের কারণে ২০২০ সালের ইউরোপীয় লিগের সর্বোচ্চ গোলদাতা এখন অনিশ্চিত হয়ে পড়তে পারেন প্রথম একাদশে।
যদিও ইতালি সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে চোট তেমন গুরুতর কিছু না। তবে কালকের ম্যাচে আর কোন ঝুঁকি নিতে চাননি জুভেন্টাস ম্যানেজার আন্দ্রেয়া পিরলো। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে পিরলো বলেন, ‘‘রোনাল্ডো শুধু আমাদের নয়, যে দলে খেলবে তাদেরই প্রধান অস্ত্র হবে। গোড়ালিতে চোট পাওয়ায় ওর খেলতে সমস্যা হচ্ছিল। তাই বাধ্য হয়েছিলাম তুলে নিতে।’’