দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ওমেন টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে সুপারনোভা এবং ট্রেলব্লেজার্স।অর্থাৎ শারজায় একদিকে থাকবেন হারমানপ্রীত কৌর এবং অন্যদিকে থাকবেন স্মৃতি মান্ধনা।
গত ম্যাচে মাত্র ২ রানে ট্রেলব্লেজার্সকে হারিয়ে ফাইনালে তাদেরই মুখোমুখি হবার সুযোগ করে নিয়েছে সুপারনোভা।একদিকে যখন সুপারনোভা নির্ভর করে থাকতে চাইবে চামড়ি আতাপাত্তু, জেমিমা রদ্রীগেজ এবং হারমানপ্রীত কৌরদের উপর। তেমনি অন্যপক্ষে ব্যাটিংয়ের ভার সামলাবেন স্মৃতি মন্ধনা, ডটিন এবং দীপ্তি শর্মার মত মারকুটে ব্যাটসম্যানরা। তাই টক্কর যে আজ সমানে সমানে এ নিয়ে কোন সন্দেহ নেই।
মেয়েদের এই চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো দুটি দলকে আজ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের বর্ষিয়ান অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন।টুইট করে তিনি বলেন, “আজকে রাতের ওমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কিছুতেই মিস করা যাবে না। শারজায় হারমানপ্রীত কৌরর লড়াই করবেন স্মৃতি মান্ধনার বিরুদ্ধে। এটা মাত্র হিমশৈলের চুড়ো, মেয়েদের খেলা আরও এগিয়ে যাক।আজ সকলেই সুন্দর প্রদর্শন করুক।”