দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএল নিয়ে জুয়া চক্র চালানোয় ধৃত প্রাক্তন রঞ্জি ক্রিকেটার রবিন মরিস।নিজের ফ্ল্যাট থেকে বেটিং চক্র চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে ভারসোভা পুলিশ। মুম্বাই এবং ওড়িশার হয়ে বেশ কিছুদিন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন রবিন।
এই প্রাক্তন ক্রিকেটারের আন্ধেরির ইয়ারি রোডের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার হয়েছেন ধীরেন্দ্র কুলকার্নি এবং রোহিত ভিমান্না নামে আরো দুই ব্যক্তি। পুলিশ সূত্রের খবর অনুযায়ী আইপিএল বেটিং চক্রে রবিনের সাথে যুক্ত ছিলেন এই দুইজন ব্যক্তিও। তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
৪২ টি ফার্স্ট টেস্ট ম্যাচ খেলে মোট ১৩৫৮রান করেছিলেন রবিন। তার নামে রয়েছে ৭৬টি উইকেট এবং নটি হাফ সেঞ্চুরিও। ৫৪ বছর বয়সী এই ক্রিকেটারের বেটিং চক্রে জড়িয়ে পড়া মোটেই সুখবর নয় ভারতীয় ক্রিকেটের জন্য।