দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন মোহনবাগান তথা জাতীয় দলের ফুটবলার সত্যজিত ঘোষের। মৃত্যুকালে বয়স ছিল ৬২ বছর। সোমবার হসপিটালে নিয়ে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। ১৯৮১ সালে মোহনবাগানে সই করেছিলেন এই স্টপার। বর্তমানে তার বাসস্থান ছিল ব্যান্ডেলের দেবানন্দপুর।
প্রথমে রেলওয়ে এফসি এবং পরে মোহনবাগানের হয়ে নির্ভরযোগ্য প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। হেডার হিসেবে তার দক্ষতা ছিল অসামান্য। সুব্রত ভট্টাচার্যের স্নেহধন্য তো বটেই ১৯৮৫ সালে কচিতে নেহেরু কাপেও জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সত্যজিত। রাজস্থানী বিরুদ্ধে লিগের ম্যাচে পায়ে চোট পেয়ে খেলা থেকে দূরে সরে যেতে হয় তাকে। একসময় মোহামেডান স্পোর্টিংয়েও চলে গিয়েছিলেন তবে মোহনবাগানের ফিরেই অবসর নেন তিনি।
সত্যজিতের স্মৃতিচারণ করতে গিয়ে সুব্রত ভট্টাচার্য বলেন , “চোট পাওয়ার আগে পর্যন্ত ও পজিটিভ ডিফেন্ডার ছিল। নির্ভরযোগ্য ছিল। কথা শুনত। আমার সঙ্গে খেলত তো। হেড খুব ভাল ছিল। টাইমিং-ট্যাকলিং ভাল ছিল। মাঝে ক্লাব ছেড়ে চলে গিয়েছিল। প্লেয়ার হিসেবে খুব ভাল ছিল। আমি উঠে গেলে ও একাই সামলাত রক্ষণ। খেলোয়াড় হিসেবে তো বটেই মানুষ হিসেবেও ভাল ছিল। সাদাসিধে ছিল। যখন মোহনবাগানে ফিরতে চাইছিল, ক্লাব খুব একটা আগ্রহী ছিল না। আমি কর্তাদের বুঝিয়ে ওকে মোহনবাগানে নিয়ে এসেছিলাম। এখান থেকেই অবসর নিয়েছিল।”