25 C
Kolkata
Saturday, April 1, 2023
More

    সুপারহিট রোহিত নাকি কুল আইয়ার, সোনার ট্রফি জয়ের স্বপ্ন পূরন হবে কার?

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইপিএলের বহুপ্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ একদিকে রয়েছে নতুন ফাইনালিস্ট দিল্লি অন্যদিকে রয়েছে চার বারের চ্যাম্পিয়ন মুম্বাই। যদিও আজ দিল্লি ভুলে যেতে চাইবে প্রথম কোয়ালিফায়ারে হারের স্মৃতি এবং অপরপক্ষে মুম্বাই চাইবে একইরকম প্রদর্শন আরেকবার করতে।

    দিল্লির পক্ষে মুম্বাই ম্যাচের স্মৃতি ভোলা ভীষণভাবেই জরুরী। আজও তারা চাইবে গত ম্যাচের মতই সামনে থেকে নেতৃত্ব দিন শিখর। স্টয়নিসের ওপরে আসা দলের পক্ষে বেশ কিছুটা কার্যকর হয়েছিল গত ম্যাচে। তাছাড়া দলে স্থান পেয়েছিলেন হেটমায়ারের মতো তারকা। সুতরাং আজও তাকে ওপেনিংয়ে পাঠাতে চাইবে দিল্লি। তবে অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং রিষভ পান্থের ভালো ফিনিশ আজ একান্ত জরুরী। অবশ্যই মুম্বাইয়ের সামনে রণনীতি কেমন হয় সেদিকেও নজর থাকবে সকলেরই।

    বোলিংয়ের ক্ষেত্রে নকিয়া-রাবাডা দুজনেই ভালো ফর্মে থাকলেও তৃতীয় বোলার হিসেবে মুম্বাইয়ের সামনে প্রবীণ দুবেকে খেলানো হবে কিনা সে বিষয়ে চিন্তা করতে হবে দিল্লি শিবিরকে। কারণ স্পিনের ব্যাপারে বরাবরই যথেষ্ট সাবলীল মুম্বাই শিবির। সেখানে রবীচন্দ্রন অশ্বিন এবং আক্সার প্যাটেলের পাশাপাশি তৃতীয় স্পিনার নেওয়া কতটা উপযুক্ত হবে সে নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক। তবে একথা অবশ্যই স্বীকার করতে হয় যে লেগ স্পিনারের বিরুদ্ধে রোহিতের দুর্বলতার কথা আজ মাথায় রাখবে দিল্লি।

    অন্যদিকে বড় ম্যাচে আজ সামনে থেকে নেতৃত্ব দিতে হবে মুম্বাইয়ের রোহিত শর্মাকে। যদিও ম্যাচ উইনার এই দলে কম নেই তবুও সামনে থেকে নেতৃত্ব দান দলের ক্ষেত্রে অবশ্যই বড় প্রভাব ফেলতে পারে। আজ মুম্বাই নির্ভর করবে সূর্য কুমার যাদব এবং ঈশান কিশানের উপরেও। শেষার্ধে ভালো ফিনিশ করতে হবে কিরন পোলার্ড এবং হার্দিক পান্ডেকে।মুম্বাই দলকে আজ একমাত্র হারাতে পারে তাদের অন্তর্দ্বন্দ্ব। তাই ব্যক্তিগত অভিযোগ সরিয়ে রেখে দলকে প্রাধান্য দেওয়া একান্ত জরুরী।

    বোলিংয়ের ক্ষেত্রে অবশ্য বুমরাহ, বোল্ট এবং প্যাটিনসনের জুটি যেকোনো বিপক্ষকে ধরাশায়ী করার জন্য যথেষ্ট। তবে আজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে রহুল চাহারকে। লেগ স্পিনের বিরুদ্ধে অধিনায়ক আইয়ার এবং শিখরের দুর্বলতার কথা মাথায় রেখে বোলিং করতে হবে তাকে।আজ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কিরন পোলার্ড এবং ক্রুনাল পান্ডেরও। বিশেষত মধ্য পর্বে রান আটকাতে দিল্লির বিরুদ্ধে কি স্ট্র্যাটেজি প্রয়োগ করে তারা সেটাই এখন দেখার।

    যদিও খাতায়-কলমে আজ অনেকটাই এগিয়ে থাকবে মুম্বাই, রোহিত শর্মার অভিজ্ঞতা এবং চারবার আইপিএল ট্রফি জেতার আত্মবিশ্বাস অবশ্যই প্রভাব ফেলবে মুম্বাইয়ের খেলায়। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা এ নিয়ে কোন সন্দেহ নেই। তাই একদিন নিজেদের সেরাটা উজাড় করে দিলে আজ আইপিএলের সোনালী ট্রফি ঘরে তুলতেই পারে দিল্লি ক্যাপিটালস।

    মুম্বাই ইন্ডিয়ান্স (সম্ভাব্য দল) :রোহিত শর্মা(অধিনায়ক) ,কুইন্টন ডি কক (উইকেট কিপার), ঈশান কিশান, সূর্য কুমার যাদব,হার্দিক পান্ডে,ক্রুণাল পান্ডে, কিরণ পোলার্ড, ট্রেন্ট বোল্ট, ন্যথন কুন্টারনাইল/জেমস প্যাটিনসন,রহুল চাহার, যশপ্রীত বুমরাহ।

    দিল্লি ক্যাপিটালস (সম্ভাব্য দল) : শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে , শ্রেয়াস আইয়ার(অধিনায়ক),সিমরান হেটমায়ার ,রিষভ পান্থ(উইকেট কিপার),মার্কাস স্টয়নিস, রবিচন্দন অশ্বিন, আক্সার প্যাটেল ,কাগিসো রাবাডা, অনরিখ নকিয়া,প্রবীন দুবে/ তুষার দেশপান্ডে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...