দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হতে চলেছে আইএফএ শিল্ড।তবে এই খেলায় আপাতত অনিশ্চিত শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানের লড়াই। ইস্টবেঙ্গলের ইনভেস্টর হিসেবে সিমেন্ট আসার পরেই ক্লাবের নাম পরিবর্তনের জন্য আইএফএতে চিঠি দেন ইস্টবেঙ্গল সচিব কল্যান মজুমদার। অনুরোধ অনুযায়ী নাম পরিবর্তন করে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন করে দেওয়া হয়। কিন্তু আইএফএর তরফ থেকে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনকে আইএফএ শিল্ড খেলার অনুরোধ করা হলেও কোন চিঠি পাঠানো হয়নি শ্রী সিমেন্ট কর্তাদের। বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ।
যদিও এ বিষয়ে কথা বলতে গিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানান, “ক্লাবের নাম শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন করার জন্য আইএফএকে চিঠি দিয়েছিলেন ক্লাব সচিব কল্যাণ মজুমদার। তাই আমরা সচিবকেই চিঠি দিয়েছি। আইএফএর গভর্নিং বডিতে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে রয়েছেন দীপঙ্কর চক্রবর্তী যিনি আবার ইস্টবেঙ্গল ক্লাবের গ্রাউন্ড সচিব। শ্রী সিমেন্টের ইমেল আইডিও জানি না। স্বাভাবিকভাবেই আমরা ক্লাবকেই শিল্ড খেলার জন্য জানিয়েছি ,ক্লাব আমাদের মৌখিক সম্মতি জানিয়েছে।”
অবশ্য ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন আমরা আইএফএর চিঠি শ্রী সেমেন্ট ইস বেঙ্গল ফাউন্ডেশনের মিঃ খান্ডেওয়ালের কাছে পাঠিয়ে দিয়েছি। তবে এখনো এবার আইএফএ শিল্ডে অনিশ্চিত ইস্টবেঙ্গল।
অপরপক্ষে এটিকে মোহনবাগানের তরফে অন্যতম ডিরেকটর দেবাশীষ দত্ত জানিয়েছেন আইএফএ শিল্ড খেলার আপাতত কোনো সম্ভাবনা নেই তাদের। তিনি বলেন “আমরা আইএসএল নিয়ে ব্যস্ত।শিল্ড বয়সভিত্তিক হলে দ্বিতীয় সারির দল খেলাতাম।সবুজ-মেরুন জার্সি খেলতে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামে।”
ইতিমধ্যে আইএফএ অবশ্য আটটি দল নিয়ে আগামী শিল্ডের প্রতিযোগিতা করার কথাই ভাবছে। যাদের মধ্যে রয়েছে, মহামেডান, গোকুলাম,পিয়ারলেস, ইন্ডিয়ান অ্যারোজ, ভবানীপুর এবং সার্দান সমিতি।