দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়েছেন বরুণ চক্রবর্তী। আইপিএলে সকলের মন জয় করে নিয়ে নির্বাচকদের চমকে দিলেও অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলের জার্সি পাওয়া হলো না তার। কাঁধের চোটের কারণে আপাতত অপেক্ষায় দিন গুনতে হবে বরুনকে। তবে তার জায়গায় দলে সুযোগ পেলেন তরুণ বাঁহাতি পেসার টি নটরাজন।
হায়দ্রাবাদের হয়ে এবারের আইপিএলে অন্যতম বড় নাম হয়ে উঠেছেন নটরাজন। বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেলের মত উইকেট রয়েছে তার ঝুলিতে। আইপিএলে তার নিখুঁত ইয়র্কারের দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের। শুধু তাই নয় ১৬ ম্যাচে মোট ১৬ টি উইকেট তুলে নিয়েছেন তিনি।
এবার এই কঠিন পরিশ্রমেরই পুরস্কার পেলেন নটরাজন। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে সুযোগ তো এলো বটেই সাথে সাথে মিলল ইরফান পাঠানের মত বড় অলরাউন্ডারের প্রশংসাও।ভারতীয় দলে চান্স পাওয়া এই তরুণ তুর্কি সম্পর্কে কথা বলতে গিয়ে ইরফান লেখেন, “কখনো আশা হারিয়ো না কঠোর পরিশ্রম করে যাও, এটাই নটরাজনের গল্প। অভিনন্দন তোমাকে প্রথমবার ভারতীয় দলে ডাক পাওয়ার জন্য। “