দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএল মূলপর্বের আগে প্রস্তুতি ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৩-১ গোলে হারালো শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল। আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলান কেরালার কোচ কিবু ভিকুনা। তবে যোগ্য জবাব দেয় রবি ফাউলারের ইস্ট বেঙ্গলও। প্রথমার্ধেই দুটি গোল করে চালকের আসনে ছিল ইস্টবেঙ্গল, পরের দুই অর্ধে আরও একটি গোল দিয়ে কেরালার কফিনে শেষ পেরেক পু্ঁতে দেয় তারা।
৩০ মিনিট করে তিনটি অর্ধে আজ খেলা সম্পন্ন করে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স। বিদেশি খেলোয়াড়দের নিয়ে ইস্টবেঙ্গলের সিদ্ধান্ত যে একেবারে সঠিক প্রথম ম্যাচেই তা বুঝিয়ে দেন পিলকিংটন এবং মাঘোমা। পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে দুটি গোল করেন পিলকিংটন এবং একটি গোল আসে মাঘোমার পা থেকে। প্রিমিয়ার লিগ খেলা দুই খেলোয়াড়ই নিজেদের অভিজ্ঞতা ঢেলে দিয়েছেন আজ। মূলত পিলকিংটন মাঝমাঠের প্লেয়ার হলেও মাঘোমার পাশাপাশি ফাউলার আজ তাকে খেলান সামনে থেকে।
আজ ২৪ জন প্লেয়ারকেই সুযোগ দিয়ে দেখে নেন তিনি। ৩-৫-২ ছকে মাঝমাঠ শক্ত করে আজ খেলা চালিয়েছেন ফাউলার। খেলা শেষে কোচ জানান প্রথম ম্যাচে দলের কন্ডিশন দেখতে চেয়েছিলাম। ছেলেদের ফিটনেস আমার ভালো লেগেছে। আজ সমানে লড়াই চালিয়েছে ভিকুনার দল কেরালা ব্লাস্টার্সও। তবে বেশ কিছু সুযোগ মিস করায় আজ হেরে যেতে হয় কেরালাকে। কৌশলে সিদ্ধহস্ত ভিকুনা নাহলে যথেষ্ট বেগ দিতে পারতেন শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলকে।
ময়দানে নেমে ম্যাচের উত্তেজনা নিতে পেরে খুশি ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়রাও। ভালো খেলেছেন ইস্টবেঙ্গলের স্বদেশী জেজে এবং বলবন্তরাও। তিন গোলকিপারকেই আজ পরীক্ষা করে নিয়েছেন কোচ ফাউলার। সবমিলিয়ে প্রস্তুতি ম্যাচের এই জয় মূল পর্বের আগে ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস যে বাড়াবে এ নিয়ে কোন সন্দেহ নেই।