দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অস্ট্রেলিয়ায় গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটি নিয়ে ঘরে ফিরবেন অধিনায়ক বিরাট কোহলি। ইতিমধ্যেই শেষ হয়েছে আইপিএল ফাইনাল। এবার সিডনি উড়ে যাবে ভারতীয় দল। এই সিরিজ শুরুর আগেই দল নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক কম ছিল না। এবার বিতর্ক তৈরি হলো অধিনায়ক বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়েও। কিছুদিন আগেই বিরুষ্কা জুটি ঘোষণা করেছিল তাদের কোল আলো করে আসতে চলেছে নতুন সন্তান।
সেই কারণেই অস্ট্রেলিয়ায় মাত্র একটি টেস্ট খেলেই দেশে ফিরবেন বিরাট। ইতিমধ্যেই ছুটি মঞ্জুর করেছে বিসিসিআই। তবে এই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই অধিনায়ক ধোনির উদাহরণ টেনে বলেছেন ২০১৫ সালে জিভার জন্মের সময় নিউজিল্যান্ডে দলকে বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছিলেন মাহি। কিন্তু মেয়ের কারনে দলের নেতৃত্ব ছেড়ে দেশে ফেরেননি তিনি। ৬ ফেব্রুয়ারি জন্মেছিল জিভা। বিশ্বকাপ শেষে দেশে ফিরেই মেয়ের মুখ দেখে ছিলেন মাহি। অনেকেই এই বিষয় নিয়ে খোঁচা দিতে ছাড়েননি কোহলিকে।
একথা ঠিক যে হর্ষ ভোগলের মত ধারাভাষ্যকাররা এ বিষয়ে পাশে দাঁড়িয়েছেন কিং কোহলির। যদিও তিনিও মেনে নিয়েছেন কোহলি না থাকায় অস্ট্রেলিয়া সফরে যথেষ্ঠ চাপে থাকবে ভারতীয় দল।
নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন, “আশানুযায়ী অনেকেই কোহলির সিদ্ধান্তের বিরুদ্ধে মতামত দিচ্ছেন। একথা ঠিক যে কোহলি না থাকায় সফর আরও কঠিন হয়ে পড়বে। কিন্তু আমাদের তার সিদ্ধান্তকে মর্যাদা দেওয়া উচিত। যেকোনো মানুষের কাছেই বাবা হওয়ার সময়টি জীবনের এক বিশেষ মুহূর্ত।”