দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ রবি শাস্ত্রী এবং সৌরভ গাঙ্গুলী মানসিক দ্বন্দ্ব কারও কাছেই অপরিচিত নয়। দলের অধিনায়ক হিসেবে থাকার সময়ও বারবার শাস্ত্রীর সমালোচনার মুখে পড়তে হয়েছে সৌরভকে।অবশ্য চাঁচাছোলা ভাষায় নিজের জবাব দিয়েছেন প্রিন্স অফ কলকাতাও। নিজের মতামত জানাতে কখনোই রাখঢাক করেননি তিনি।
দাদা বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে আসার পর অনেকেই ভেবেছিল এবার হয়তো ভারতীয় দলে শেষ হবে রবি শাস্ত্রী জমানা। কিন্তু কোনরকম বিতর্কে যাননি সৌরভ। তবে রবি শাস্ত্রী পক্ষ থেকে রাগ যে পুষে রাখা আছে এনিয়ে কোন সন্দেহ নেই। এদিনও তা প্রকাশ পেল আইপিএল শেষে রবি শাস্ত্রীর টুইটে।কাল আইপিএল শেষ হবার পর টুইট করে সকলকে ধন্যবাদ জানান শাস্ত্রী।
কিন্তু তিনি ভুলে গেলেন আইপিএলের মূল কারিগর মহারাজকেই। যা অবাক করেছে সোশ্যাল মিডিয়ায় সকলকেই। কেবল অন্তর্দ্বন্দ্বের কারণেই সৌরভের নাম নিয়ে প্রকাশ্যে প্রশংসা করেন না শাস্ত্রী, এমনও অভিযোগ তুলছেন অনেকেই। টুইটে শাস্ত্রী লেখেন, “অসম্ভব পরিস্থিতি থেকে আইপিএল অনুষ্ঠিত করার জন্য জয় শাহ, ব্রিজেশ প্যাটেল এবং বিসিসিআইয়ের মেডিকেল স্টাফদের কাছে মাথা নত করা উচিত।”
আশ্চর্য হলেও টুইটে নাম নেই গাঙ্গুলীর। যার ফলে সোশ্যাল মিডিয়ায়ও নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছে শাস্ত্রীকে।তার টুইটেরে নিচে অনেকেই লেখেন, আমরা মনে করি আইপিএলের মূল কারিগর সৌরভ গাঙ্গুলী। আপনার টুইটে সেই গাঙ্গুলীর নাম কোথায় মিঃ শাস্ত্রী? সব মিলিয়ে আরেকবার প্রকাশ্যে এলো শাস্ত্রী-সৌরভ অন্তর্দ্বন্দ্ব।