দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মুম্বাইয়ের পঞ্চম বার আইপিএল জয় নিয়ে ফ্যান থেকে শুরু করে খুশি প্রাক্তন ক্রিকেটাররাও।শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকার, ইরফান পাঠান, হরভজন সিংহ থেকে শুরু করে সকলেই। শচীন বলেন, “অসাধারণ জয় মুম্বাই পল্টন। ধন্যবাদ সকল খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের, গতবছর যেখানে শেষ করেছিল মুম্বাই আবার সেখান থেকেই শুরু করার জন্য। “
হাইফাইভ জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ইরফান পাঠানও।
তবে সব থেকে বিতর্কিত টুইটটি করেন মুলতানের সুলতান বীরেন্দ্র সেওয়াগ। নিজের মজাকিয়া মেজাজে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি লেখেন,”এখন তো সব টিমকে মারার অভ্যাস হয়ে গেছে। বিশ্বের যেকোনো টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজির মধ্যে সেরা মুম্বাই আর এই ফরম্যাটের সেরা ক্যাপ্টেন রোহিত শর্মা। জয় যাদের প্রাপ্য তারাই জিতেছে। এ নিয়ে কোন সন্দেহ আছে কি? সকলকে ধন্যবাদ বিরুদ্ধ পরিস্থিতিতেও এত অসাধারণ একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য।”
রোহিত শর্মাকে এই ফরম্যাটের সেরা ক্যাপ্টেন বলায় বিতর্ক দানা বাঁধবে এ নিয়ে কোন সন্দেহ ছিল না। বিতর্ক শুরু হয় সেওয়াগের পোস্টের নিচেও।বিশেষত কোহলিকে খোঁচা দিয়ে মিম পোস্ট করা শুরু করেন অনেক ক্রিকেট সমর্থকই। সারা টুর্নামেন্ট জুড়ে সেভাবে ধারাবাহিক রান না পেলেও কালকের ম্যাচে বড় মঞ্চে অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছিলেন রোহিত শর্মা। পঞ্চমবার আইপিএল ট্রফি নিজের নামে করা এই অধিনায়ক এখনো ভারতীয় দলে রয়েছেন সহ-অধিনায়কের ভূমিকায়। অনেকেই তাই প্রশ্ন তুলেছেন, টি-টোয়েন্টিতে সেভাবে সফল না হওয়ার পরেও বিরাট কোহলিকে অধিনায়কত্বে রাখা কতখানি যুক্তিযুক্ত।
কিছুদিন আগেই আরসিবি টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাবার পর ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব নিয়েও অনেকেই বিরাট কোহলির বিপক্ষে মুখ খুলে ছিলেন। যাদের মধ্যে রয়েছেন গৌতম গম্ভীরের মত খ্যাতনামা প্রাক্তন ক্রিকেটার তথা আইপিএল জয়ী অধিনায়ক। এবার রোহিত শর্মার জয়কে কেন্দ্র করেও আরেকবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন কোহলি।