দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ করোনা আবহের কথা মাথায় রেখেই শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এই সফরের আগেই বক্সিং ডে টেস্টের জন্য ২৫ হাজার দর্শকের মাঠে প্রবেশের অনুমতি দিয়েছিল অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ড।এবার দর্শকদের জন্য আরো এক সুখবর দিল তারা।অ্যাডিলেডে ডিএনএ টেস্টের জন্যও মাঠে প্রবেশ করতে পারবেন ২৭ হাজার দর্শক।
অ্যাডিলেড কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, “অ্যাডিলেড ওভালে দর্শকাসন ৫০ শতাংশে কমিয়ে আনা হয়েছে। প্রত্যেক দিনের জন্য ২৭ হাজার টিকিট দেওয়া হবে।”
প্রসঙ্গত উল্লেখ্য, ১৭ ডিসেম্বর থেকে ডে নাইট টেস্টের মধ্যে দিয়েই অস্ট্রেলিয়ায় টেস্ট সফর শুরু করতে চলেছে ভারতীয় দল। দুই দেশের মধ্যে গোলাপি বলের এই মহা লড়াইয়ে দর্শকদের উপস্থিতি নিশ্চয়ই মনোবল বাড়াবে খেলোয়াড়দের।
কোভিডের কারণে এতদিন সমস্ত ম্যাচ জৈব সুরক্ষা বলয় মেনে দর্শকহীন মাঠেই খেলতে হয়েছে খেলোয়াড়দের। সর্মথকরা উপস্থিত হতে পারেননি আইপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্টেও। তাই এই খবর দর্শকদের মধ্যে যে উৎসাহের বাতাবরণ তৈরি করবে এ নিয়ে কোন সন্দেহ নেই।
যদিও বায়ো বাবেলের সমস্ত নিয়ম কঠিন ভাবে মানতে হবে দর্শকদের।২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে দর্শক উপস্থিত থাকলেও আসন সংখ্যা ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়, “এই মুহূর্তে ভিক্টোরিয়ার সরকার বক্সিং ডে টেস্টের প্রতি দিনের জন্য ২৫ হাজার ক্রিকেটপ্রেমীকে উপস্থিত থাকার অনুমতি দিয়েছে। কোভিড পরিস্থিতির উন্নতি হলে আশা করা যায় আরও বেশি টিকিট দেওয়া হবে। তবে তা এখনও নিশ্চিত নয়।”