দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ রোহিত শর্মাকে নিয়ে বিতর্কের বেড়াজাল অব্যাহত। প্রথমত অস্ট্রেলিয়া সফরে চোটের কারণে তার নির্বাচন না হওয়ায় উঠেছিল প্রশ্ন। যদিও রোহিত শর্মার তরফে জানানো হয়েছিল তিনি সম্পূর্ণ ফিট। তারপরেই বিতর্কে হাওয়া লাগে। আইপিএলে চোট পেয়ে ম্যাচ না খেলার পরেই অস্ট্রেলিয়া সফরের জন্য তাকে দলের বাইরে রাখেন নির্বাচকরা। অথচ সেই দিনই মুম্বাই ইন্ডিয়ান্স তরফে জারি করা একটি ছবিতে দেখা যায় অনুশীলন করছেন রোহিত।
শেষ পর্যন্ত সামনে আসে বিসিসিআইয়ের মন্তব্য। জানানো হয় রোহিত শর্মার চোটের ওপর নজর রাখা হচ্ছে। সম্পূর্ণ সুস্থ বোধ করলে অস্ট্রেলিয়া সফরে তাকে দলে ফেরাবে বোর্ড। এদিকে আইপিএলের প্লে অফসেই মুম্বাইয়ের হয়ে মাঠে নামেন রোহিত। জিজ্ঞেস করা হলে তিনি জানান, চোট সম্পর্কে সম্পূর্ণ সুস্থতা বোধ করছেন তিনি।
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর জানিয়েছিলেন, হ্যামিংয়ের চোট মারাত্মক হতে পারে। তাই কিছুদিন বিশ্রাম নিয়ে সেরে ওঠা দরকার রোহিতের। না, হলে পরবর্তীকালে আরও বড় সমস্যায় পড়তে পারেন তিনি। কিন্তু সে কথায় পাত্তা দেননি রোহিত। দেখা যায় মাঠে সম্পূর্ণ রূপে ফিট তিনি। গতকাল আইপিএল ফাইনালে বড় মঞ্চে রান করে ম্যাচ জিতিয়েছেন হিটম্যান।
তাই সমর্থকদের তরফে আবার উঠছে নতুন প্রশ্ন। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে দলে ফেরানো হলেও টি-টোয়েন্টি এবং একদিনের ম্যাচের জন্য দলে ফেরানো হয়নি রোহিতকে। এখন অনেকেরই প্রশ্ন এমন চোট কি হতে পারে যাতে টি-টোয়েন্টি বা একদিনের ম্যাচ খেলতে পারবেন না রোহিত অথচ টেস্ট ম্যাচে মাঠে নামতে পারবেন? তাছাড়া গত ম্যাচে টি-টোয়েন্টিতে অসাধারণ পারফরম্যান্স করে তিনি বুঝিয়ে দিয়েছেন চোট নিয়ে আদৌ ভাবিত নন তিনি। মাত্র ৫০ বলে তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে তাল ম্যাচ জেতানো ৬৮ রানের ইনিংস উপহার দেন রোহিত।
এরপরে আরও বড় হয়ে দেখা দিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে তার না থাকার প্রসঙ্গটি। যদিও এ প্রসঙ্গে বিসিসিআই বা ব্যক্তিগতভাবে রোহিত শর্মা মুখ খোলেননি। তাই আগামী দিনে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলেরই।