দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের ফাইনাল শেষ হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছে রোহিতের অধিনায়কত্ব নিয়ে। এর আগে রোহিতকে এই ফরম্যাটের সেরা অধিনায়ক বলা কে কেন্দ্র করে বিতর্ক শুরু হয় সেওয়াগের টুইটের নিচে। অনেক সময় তো কি মন্তব্য করতে শুরু করেন এবার নিল জার্সিতে সাদা বলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া উচিত রোহিত শর্মাকে।
এমন নজির যে অন্য দেশে নেই তা নয়। অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক হলেন ফিঞ্চ আবার লাল বলের অধিনায়ক স্টিভ স্মিথ। বিরাট কোহলির মাথা থেকে চাপ কমাতে অনেকেই এই পদ্ধতি ভারতে লাগু করার কথা বলছেন। যদিও বিতর্ক কিছুটা স্তিমিত ছিল কিন্তু পঞ্চম বার আইপিএল জয়ের পর বিতর্কে ঘৃতাহুতি করেছেন রোহিত শর্মা। এবার এই বিতর্কে যোগ দিলেন গৌতম গম্ভীর। কেকেআরের আইপিএল জয়ী অধিনায়ক আগেও আরসিবির হারের পর বিরাট কোহলিকে ব্যাঙ্গালোরের অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর প্রস্তাব দেন। যদিও ব্যাঙ্গালোর কোচ সাইমন কাটিজ সোজাসুজি জানিয়ে দেন, আপাতত এমন কিছু ভাবছেন না তারা।
এবার আইপিএলের ফাইনাল শেষে এক সাক্ষাৎকারে ফের কোহলি কে নিশানা করলেন গৌতম। কোহলির ক্যাপ্টেন্সি এমনিতে খারাপ না এ কথা বলেও তিনি বলেন, “ধোনিকে আমরা সফল কেন বলি! ধোনি দেশকে দুটো বিশ্বকাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছে। অধিনায়ক হিসেবে কে কটা ট্রফি দিলেন সেই নিরিখে তাদের সাফল্য বিচার করা হয়। তেমনই আইপিএলের রাজা রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে পাঁচটা ট্রফি জেতার রেকর্ড গড়েছে রোহিত। এই সাফল্যের পরেও রোহিতকে আমরা দেশের জার্সিতে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দিতে দেখতে পাইনা। রোহিতকে আগামী দিনে অধিনায়ক হিসেবে না পেলে আসলে ভারতীয় ক্রিকেটের ক্ষতি হবে।”