দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএল ২০২০ শেষ না হতে হতেই ২০২১ সালের আইপিএল নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে ভারতীয় বোর্ড। একথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ স্পষ্ট করেছিলেন আগেই। জানিয়েছিলেন পরবর্তী আইপিএল তিনি চান ভারতের মাটিতেই। সম্ভবত ২০২১ সালের এপ্রিল-মে মাসের মধ্যেই শুরু হবে আইপিএলের আসর।
তবে এবার আর আটটি দল নয় আইপিএল খেলতে পারে নটি দল অন্তত এমনটাই খবর মিলেছে বোর্ড সূত্রে। খবর অনুযায়ী আমেদাবাদ থেকে যুক্ত হতে পারে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি। হাতে সময় কম থাকায় আগে মেগা নিলাম বন্ধ করলেও এখন শোনা যাচ্ছে নিলামের আয়োজন করতে পারে ভারতীয় বোর্ড। সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, এবার আইপিএল ভারতের মাটিতে আয়োজন করা হবে। প্রথমে গররাজি হলেও নিলাম সংক্রান্ত ব্যাপারে মত বদলেছে বিসিসিআইয়ের।
ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সেই নির্দেশও দেওয়া হয়েছে। সূত্র মারফত জানা গেছে আমেদাবাদ থেকে একটি নতুন কর্পোরেট দল আইপিএল ২০২১-এ মাঠে নামবে।তাদের ঘরের মাঠ হতে চলেছে সর্দার প্যাটেল স্টেডিয়াম অর্থাৎ মোতেরা। তাই অকশন টেবিলে এবারও নজর থাকবে সকলেরই। বিশেষত ক্রিস লিনের মত বিদেশি তারকা যারা এবছর একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তারা নতুন দল পান কিনা, সেদিকেও লক্ষ্য দেবেন ফ্র্যাঞ্চাইজিরা।
মেগা নিলামের নিয়ম অনুসারে প্রত্যেক দল তিনটি প্লেয়ারকে ধরে রাখতে পারবে। এছাড়া রয়েছে রাইট টু ম্যাচ কার্ডের অপশন। এই বিশেষ কার্ডের ব্যবহার করে যত দামি হোক না কেন সেই দামে প্লেয়ারকে কিনতে পারে ফ্র্যাঞ্চাইজিরা। এই নিয়ম ধরে রাখতে চাইলেও এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ফ্র্যাঞ্চাইজি এবং বোর্ডের মধ্যে। বোর্ড কর্তাদের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিরা এই নিয়মের পক্ষে সওয়াল করেছেন। তাই আইপিএল মেগা নিলাম নতুন কি রোমাঞ্চ তৈরি করে সেটাই এখন দেখার।