দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চোটের ফলে অনিশ্চিত হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া সফর। হ্যামস্ট্রিংয়ে চোট ছিল ঋদ্ধির, ফলতো সানরাইজেস হায়দ্রাবাদের হয়ে দুরন্ত ফর্মে থাকা সত্ত্বেও বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। কিন্তু অস্ট্রেলিয়ায় উড়ে যেতে কোন সমস্যা হবে না ঋদ্ধিমানের। আজ ফেসবুকে ছবি পোস্ট করে অন্তত তেমনটাই জানিয়েছেন তিনি।
আজ নিজের ফেসবুক একাউন্টে দলের সাথে নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন দল প্রস্তুত উড়ে যাচ্ছি অস্ট্রেলিয়ায়। দুরন্ত ফর্মে থাকা সত্ত্বেও চোটের কারণে বাদ পড়ে প্রথম একাদশের বাইরে থাকা মেনে নিতে পারেননি অনেকেই। এবারের আইপিএলে চারটি ম্যাচে বেশ কয়েকটি অর্ধশতক সহ মোট ২১৪ রান করেন ঋদ্ধিমান।রানের গড় ৭১.৩৩ এবং স্ট্রাইক রেট ১৩৯.৮৬। মূলত তাঁর হাত ধরেই এবারের আইপিএলে ঘুরে দাঁড়ায় হায়দ্রাবাদ। এর পরেই আন্ডাররেটেড ক্রিকেটার সাহাকে নিয়ে হইচই শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
https://www.facebook.com/626448204076799/posts/3361675460554046/?sfnsn=wiwspmo
কিন্তু শুরুটা ভালো হলেও শেষটা মনের মতো হয়নি ঋদ্ধিমানের। প্রথম ম্যাচেই সুযোগকে সম্পূর্ণ কাজে লাগিয়ে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলার পর কুচকির চোটের কারণে বাইরে বসতে হয় তাকে। কিন্তু চোট কাটিয়ে তাড়াতাড়িই দলে ফেরেন ঋদ্ধিমান। আবারও ওয়ার্নারের সাথে জুটি বেঁধে দুরন্ত শুরু দেন দলকে। কিন্তু এবছর আইপিএলে দুর্ভাগ্য যেন পিছু ছাড়েনি তার। আবারও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলের বাইরে চলে যান তিনি। অনিশ্চিত হয়ে পড়ে অস্ট্রেলিয়া সফরও। তারই ফেসবুক পোস্টের সাথে সাথে অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সমর্থকরা। এখন ঋদ্ধিকে দলে দেখা যায় কিনা সে দিকেই নজর থাকবে সকলের।