দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অস্ট্রেলিয়ার মাঠে এবার বিরানব্বইয়ের উন্মাদনা। নতুন কিট স্পন্সর এমপিএলের ডিজাইন করা নতুন জার্সিতে অস্ট্রেলিয়ার মাঠে মহারণে নামবেন কিং কোহলিরা। আর সেই জার্সির ডিজাইনে রয়েছে ১৯৯২ সালের বিশ্বকাপে ব্যবহৃত ভারতীয় জার্সি ছাপ। হয়তো এবার মাঠে নামবেন কোহলি-শ্রেয়াস-বুমরাহ-কে এল রাহুলরা।কিন্তু সমর্থকদের মনে কোথাও একটা রয়ে যাবেন শচীন-আজাহার-কপিল। ১৯৯২ সালের ভারতীয় দলের প্রতি শ্রদ্ধা জানাতেই এই অভিনব ভাবনা ভারতীয় দলের।




অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং একদিনের ম্যাচগুলিতে এই নতুন জার্সিতে খেলতে দেখা যাবে ভারতীয় দলকে।হয়তো এখন মাঠে নেই শচীন-আজহার-কপিল-শ্রীকান্ত কিম্বা বিনোদ কাম্বলিরা। তবে সেই একই উন্মাদনা আবার ফিরিয়ে দিতে পারে আজকের ভারতীয় দল। সেদিন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেললেও শেষ পর্যন্ত পৌঁছতে পারেনি দল। হারাতে পারেনি স্টিভ ওয়া, ডেভিড বুন, ডিন জোনসদের অস্ট্রেলিয়াকে। সেই টুর্ণামেন্টে লড়াই করেছিলেন আজকের কোচ রবি শাস্ত্রী নিজেও।
এবার অস্ট্রেলিয়ার মাঠে একই জার্সিতে তাদেরকে হারিয়ে সেই হারের উপযুক্ত জবাব টিম ইন্ডিয়া দিতে পারে কিনা সেটাই এখন দেখার। সেদিন ব্রিসব্রেনে মাত্র এক রানে ভারতকে হারিয়ে জয়ের রাস্তা পাকা করে নিয়েছিল স্টিভ ওয়ার দল। এবার ২৭ নভেম্বর সিডনির মাঠে প্রথম একদিনের ম্যাচ খেলবে কোহলি ব্রিগেড। সেই ম্যাচে তারা অ্যারন ফিঞ্চদের কিস্তিমাত করতে পারেন কিনা সেদিকেই এখন লক্ষ্য থাকবে সকলের।