দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চোটের কারণে আইএসএলের আগে প্রস্তুতি ম্যাচ পাবেনা এটিকে মোহনবাগান। শনিবার কালীপুজোর দিন, এফ সি গোয়ার সাথে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তাদের। কিন্তু অনুশীলনের চোট পাওয়ার কারণে আইএসএল থেকে বিদায় নিতে হয়েছে জবি জাস্টিনকে। তাই দলের চোট-আঘাত নিয়ে চিন্তিত স্প্যানিশ কোচ হাবাস।
দলের পক্ষ থেকে অবশ্য জাস্টিনকে প্রতিনিয়ত উৎসাহ দেওয়া হচ্ছে। এছাড়া হালকা চোট রয়েছে স্টপার সালামরঞ্জন সিংয়েরও। এর ফলে প্রস্তুতি ম্যাচ খেলে নতুন করে খেলোয়াড়দের চোট-আঘাতের মধ্যে ফেলতে চান না কোজ হাবাস। তাই প্রস্তুতি ম্যাচ ছাড়াই ২০ নভেম্বর মাঠে নামার সিদ্ধান্ত নিতে পারে দল। ভিকুনা কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ম্যাচ দিয়েই এদিন আইএসএলে লড়াই শুরু করবে মোহনবাগান। অন্যদিকে মঙ্গলবার কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে রবি ফাউলারের লাল-হলুদ বাহিনী। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এস সি ইস্ট বেঙ্গল। সবমিলিয়ে আইএসএলে ডার্বি দিয়ে শুরু করার আগে তিনটি প্রস্তুতি ম্যাচে লড়াইয়ের জন্য নিজেদের সম্পূর্ণ তৈরি করে নিতে চলেছে লাল হলুদ।
অন্যদিকে সবুজ মেরুন বাহিনী সেভাবে প্রস্তুতির সুযোগ পাবে না। আশার কথা এই যে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন ফরয়ার্ড ডেভিড উইলিয়ামস। নিজের মতো করে প্রস্তুতিও শুরু করেছেন তিনি। জাস্টিন না থাকলে উলিয়ামসের উপর দায়িত্ব আরো অনেকটাই বেড়ে যাবে।